রোবটদের রাঁধতে শেখাচ্ছে ইউটিউব
ইউটিউব ভিডিও কি শুধু মানুষরাই দেখে? যদি এটাই আপনার ধারণা হয়ে থাকে তাহলে সময় এসেছে সেই ভাবনা বদলের। না-মানুষরাও কিন্তু এখন মন দিয়ে ইউটিউব দেখছে। শুধু দেখছেই না ইউটিউব ভিডিও দেখে রোবটরা রীতিমত রাঁধতে শিখছে।
ওয়েব ডেস্ক: ইউটিউব ভিডিও কি শুধু মানুষরাই দেখে? যদি এটাই আপনার ধারণা হয়ে থাকে তাহলে সময় এসেছে সেই ভাবনা বদলের। না-মানুষরাও কিন্তু এখন মন দিয়ে ইউটিউব দেখছে। শুধু দেখছেই না ইউটিউব ভিডিও দেখে রোবটরা রীতিমত রাঁধতে শিখছে।
ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় 'ডিপ লার্নিং' টেকনিকের মাধ্যমে বর্তমানে রোবটদের রান্নাকরা শেখাতে ব্যস্ত। ইউটিউবের ৮৮টি কুকিং ভিডিওর সাহায্যে চলছে রোবটদের রাঁধুনি বানানোর প্রক্রিয়া।
যদিও এর আগেও রোবটরা টুকটাক রাঁধাবাড়ার কাজে হাত লাগিয়েছে, কিন্তু এই ডিপ লার্নিং পদ্ধতি না-মানুষদের রান্নায় দক্ষ করে তোলার চেষ্টা করছে।
সারা বিশ্বে এখন বেশ কিছু রেস্তোরাঁয় রোবট রাধুনিরা রান্না-বান্নায় মন দিয়েছে।
২০১২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণা পত্রে দাবি করেন ৯২% সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দশকের মধ্যেই রোবটরা ফাস্ট-ফুড তৈরি আর পরিবেশনে দক্ষ হয়ে উঠবে।