টুইটারে চিয়েলিনির কাছে ক্ষমা চাইলেন সুয়ারেজ

ঘটনার ৬ দিন পর টুইট করে চিয়েলিনির কাছে ক্ষমা চাইলেন সুয়ারেজ। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ের ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের ফুটবলার চিয়েলিনির কাঁধে কামড়ে দেন সুয়ারেজ। অপরাধে টানা ৯ ম্যাচ তাঁকে নির্বাসিত করেছে ফিফা। বিশ্বকাপ মাঝপথে ছেড়েই দেশে ফিরে যেতে হয়েছে তাঁকে। অবশেষে টুইটারে চিয়েলিনির কাছে ক্ষমাপ্রার্থী সুয়ারেজ।

Updated By: Jul 1, 2014, 12:00 AM IST

ঘটনার ৬ দিন পর টুইট করে চিয়েলিনির কাছে ক্ষমা চাইলেন সুয়ারেজ। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ের ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের ফুটবলার চিয়েলিনির কাঁধে কামড়ে দেন সুয়ারেজ। অপরাধে টানা ৯ ম্যাচ তাঁকে নির্বাসিত করেছে ফিফা। বিশ্বকাপ মাঝপথে ছেড়েই দেশে ফিরে যেতে হয়েছে তাঁকে। অবশেষে টুইটারে চিয়েলিনির কাছে ক্ষমাপ্রার্থী সুয়ারেজ।

সুয়ারেজ টুইট করেছেন,

যা হয়েছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।
জর্জিও চিয়েলিনি ও সমগ্র ফুটবল পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি।
আমি জনতার কাছে প্রতিজ্ঞা করছি এরকম ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।

পড়ুন টুইট,

After several days of being home with my family, I have had the opportunity to regain my calm and reflect about the reality of what occured during the Italy-Uruguay match on 24th June 2014.

Independent from the fallout and the contradicting declarations that fave surfaced during these past days, all of which have been without the intension of interfaring with the good performance of my national team, the truth is that my colleague Giorgio Chiellini suffered the physical result of a bite in the collision he suffered with me. For this:

I deeply regret what occured
I apologize to Giorgio Chiellini and the entire football family
I vow to the public that there will never again be another incident like

.