বিশ্বকাপে সুপার সাবরাই ম্যাচের টার্নিং পয়েন্ট, নতুন রেকর্ডের নজির তাদের গোলের সংখ্যা

ব্রাজিল বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই নায়ক হয়ে উঠছেন পরিবর্ত হিসেবে নামা ফুটবলাররা। সুপার সাবরাই সাম্বার দেশে বিশ্বকাপে পার্থক্য গড়ে দিচ্ছেন। সোমবার রাতে জার্মানির আন্দ্রে শারলের গোলের পর এবারের বিশ্বকাপে পরিবর্তে নামা ফুটবলারের করা গোলের সংখ্যা দাঁড়াল ২৭।

Updated By: Jul 2, 2014, 03:16 PM IST

ব্রাজিল বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই নায়ক হয়ে উঠছেন পরিবর্ত হিসেবে নামা ফুটবলাররা। সুপার সাবরাই সাম্বার দেশে বিশ্বকাপে পার্থক্য গড়ে দিচ্ছেন। সোমবার রাতে জার্মানির আন্দ্রে শারলের গোলের পর এবারের বিশ্বকাপে পরিবর্তে নামা ফুটবলারের করা গোলের সংখ্যা দাঁড়াল ২৭।

গোলের বিচারে ইতিমধ্যেই অতীতের অনেক বিশ্বকাপকে ছাপিয়ে গিয়েছে এবারের ব্রাজিল বিশ্বকাপ। পরিবর্ত হিসেবে নেমেও ফুটবলাররা যত গোল করেছেন সেই সংখ্যায়েও অন্য বিশ্বকাপকে ছাপিয়ে গিয়েছে চলতি বিশ্বকাপ। সোমবার রাতেও পরিবর্ত হিসেবে নেমে জার্মানির জয়ের নায়ক হয়েছেন আন্দ্রে শারলে। বিশ্বকাপে ইতিমধ্যেই হওয়া দেড়শো গোলের মধ্যে সাতাশটি গোল করেছেন পরিবর্ত হিসেবে নামা ফুটবলাররা। সাম্বার দেশে নায়ক সুপার সাবরাই। সাতাশটি গোলের মধ্য যাদের গোলই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে।

শতাংশের বিচারেও সুপার সাবদের গোল পিছনে ফেলে দিয়েছে অতীতের সব বিশ্বকাপকে। গ্রুপ লিগের শেষ পর্যন্ত ১৩৬ গোলের মধ্যে ২৪টি গোল পরিবর্ত হিসেবে নামা ফুটবলাররা করেছিলেন। শতাংশের হিসেবে যা ১৮.৫। ১৯৯০ সালের বিশ্বকাপে গ্রুপ লিগের শেষে কুড়ি ম্যাচে গোল হয়েছিল ১১৫। সাবরা করেছিলেন ১৪টি। শতাংশ হিসেবে ছিল ১৭.৮৯। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সব মিলিয়ে হয়েছিল ১৪৫টি গোল। কোয়ার্টার ফাইনাল শুরুর আগেই সেই গোলের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ব্রাজিল বিশ্বকাপ।

এক নজরে দেখে নিন সুপার সাব প্লেয়ার

Match Player Team
নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়া মেমফিস ডেপায় নেদারল্যান্ডস
সুইজ্যারল্যান্ড বনাম ইকুয়েডর মেহেমেদি, সাফেরোভিচ সুইজ্যারল্যান্ড
বেলজিয়াম বনাম আলজেরিয়া ফেলেনি, মের্টিন্স বেলজিয়াম
জার্মানি বনাম ঘানা মিরোস্লাভ ক্লোসে জার্মানি
পর্তুগাল বনাম মার্কিন যুক্তরাষ্ট ভারেলা পর্তুগাল
নেদারল্যান্ডস বনাম চিলি লিরোয় ফার, মেমফিস জেপায়চ নেদারল্যান্ডস
বেলজিয়াম বনাম রাশিয়া ডিভোক অরিজি বেলজিয়াম
ব্রাজিল বনাম ক্যামেরুন ফার্নানডিনহোর ব্রাজিল
নেদারল্যান্ডস বনাম মেক্সিকো হান্টেলার নেদারল্যান্ডস
জার্মানি বনাম আলজেরিয়া আন্দ্রে শারলে জার্মানি
.