Elon Musk: কর্তৃপক্ষ না চাইলেও শেয়ার হোল্ডারদের ভোটে ট্যুইটারের মালিক হচ্ছেন মাস্কই!

টুইটারে নয়া ট্যুইস্ট।  মাইক্রো ব্লগিং সংস্থার ভবিষ্যত কি? মালিকানার লড়াই কি এবার আদালতে গড়াবে?

Updated By: Sep 14, 2022, 12:20 AM IST
Elon Musk: কর্তৃপক্ষ না চাইলেও শেয়ার হোল্ডারদের ভোটে ট্যুইটারের মালিক হচ্ছেন মাস্কই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: টুইটারের ভবিষ্যত কোন পথে? কর্তৃপক্ষ চাইছেন না। কিন্তু শেয়ার হোল্ডারদের ভোটে মাইক্রো ব্লগিং সংস্থার মালিক হচ্ছেন ইলন মাস্কই! তাঁর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের অফারে অধিকাংশ শেয়ার হোল্ডারই সায় দিয়েছেন বলে সূত্রের খবর।

গত ২৫ গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। কিন্তু পরে ৪,৪০০ কোটি ডলারের চুক্তি বাতিল করে দেন মার্কিন ধনকুবের। কেন? টেসলার মালিকের অভিযোগ, তাঁকে ভুয়ো অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যই দিতে পারেনি টুইটার কর্তৃপক্ষ। সেকারণেই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। কিন্তু সংস্থার শেয়ার হোল্ডারদের ভোটাভুটির ফল প্রকাশ্য়ে আসার পর এবার কী হবে? টুইটার কর্তৃপক্ষ কি শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত কি মান্যতা দেবে নাকি মামলা গড়াবে আদালতে? জল্পনা তুঙ্গে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.