বহু টালবাহানার পর পারমাণবিক চুক্তি স্বাক্ষর করল ইরান

তেহরান ও ওয়েস্ট-এর মধ্যে এক যুগের শৈত্যতার অবসান হল। গত ২০ মাসের লাগাতার আপস-আলোচনার পর ইরানের সঙ্গে P5+1 (মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চিন+ জার্মানির) -এর পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হল।  

Updated By: Jul 14, 2015, 03:22 PM IST
বহু টালবাহানার পর পারমাণবিক চুক্তি স্বাক্ষর করল ইরান

ওয়েব ডেস্ক: তেহরান ও ওয়েস্ট-এর মধ্যে এক যুগের শৈত্যতার অবসান হল। গত ২০ মাসের লাগাতার আপস-আলোচনার পর ইরানের সঙ্গে P5+1 (মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চিন+ জার্মানির) -এর পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হল।  

প্রাথমিকভাবে জানা গেছে এই চুক্তি অনুযায়ী ইরান আগামী ১০ বছর তাদের পারমানবিক কর্মকাণ্ড সংযত করব। বদলে এই ওয়েস্ট আস্তে আস্তে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা গুলি আসতে আসতে প্রত্যাহার করবে।

ভিয়েনাতে অনুষ্ঠিত এই ছয় দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের বৈঠকটিতে কিন্তু রফাসূত্রে পৌঁছতে অনেক সময় ব্যয় হয়েছে। প্রাথমিকভাবে ইরানের দাবি ছিল সব নিষেধাজ্ঞা যেন এক সঙ্গে তুলে নেওয়া হয়।

তবে সব মত পার্থক্য সরিয়ে মঙ্গলবার P5+1-এর সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের পথেই হাঁটল ইয়ারান।

 

.