ভিডিওতে দেখুন কীভাবে ৯০ মিটার গভীর কুয়ো থেকে উদ্ধার করা হচ্ছে ৩ বছরের শিশুকে
৯০ মিটার গভীর একটা কুয়ো। সেই কুয়োতেই পড়ে গিয়েছিল বছর তিনেকের এক শিশু। এরপর কার্যত মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনেন দমকল কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে উদ্ধার করা হয় সেই শিশু। গোটা ঘটনাটিই ধরা পড়েছে ভিডিওয়। দেখুন সেই ভিডিওটি-
ওয়েব ডেস্ক : ৯০ মিটার গভীর একটা কুয়ো। সেই কুয়োতেই পড়ে গিয়েছিল বছর তিনেকের এক শিশু। এরপর কার্যত মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনেন দমকল কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে উদ্ধার করা হয় সেই শিশু। গোটা ঘটনাটিই ধরা পড়েছে ভিডিওয়। দেখুন সেই ভিডিওটি-
ঘটনাটি চিনের। শিশুর পরিবারের তরফে জানা গেছে, খেলতে খেলতেই পা হড়কে গভীর ওই কুয়োয় পড়ে যায় ওই শিশু। কুয়োয় পড়ে প্রায় ১১ মিটার নীচে একটি জায়গায় গিয়ে সে আটকে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। তারপর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ওই শিশুকে গর্তের মধ্যে থেকে বের করে আনা হয়। জানা গেছে, ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড ভয় পেয়ে গেলেও আপাতত সুস্থ আছে শিশুটি।