তুরস্কে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মৃত অন্তত ৫০, জখম শতাধিক

ফের জঙ্গি হামলার শিকার তুরস্ক। দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ শহরে একটি বিয়ে বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৫০ জন। জখম শতাধিক। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। যদিও হামলার নেপথ্যে আইসিস যোগের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তুরস্ক সরকার। আমন্ত্রিত অতিথির সাজে বিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আততায়ী। তারপর সুযোগ বুঝে বিস্ফোরণ ঘটায়। সিরিয়ায় ক্রমশ মাটি হারাচ্ছে আইসিস। মনে করা হচ্ছে তুরস্কে হামলার মধ্যে দিয়ে ফের নিজেদের অস্তিত্ব জাহিরের চেষ্টা করল আইএস জঙ্গিরা। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার জঙ্গি হানার শিকার হয়েছে তুরস্ক। জুনে ইস্তানবুল বিমানবন্দরে জঙ্গি হানায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়।

Updated By: Aug 21, 2016, 09:19 PM IST
তুরস্কে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মৃত অন্তত ৫০, জখম শতাধিক

ওয়েব ডেস্ক: ফের জঙ্গি হামলার শিকার তুরস্ক। দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ শহরে একটি বিয়ে বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৫০ জন। জখম শতাধিক। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। যদিও হামলার নেপথ্যে আইসিস যোগের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তুরস্ক সরকার। আমন্ত্রিত অতিথির সাজে বিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আততায়ী। তারপর সুযোগ বুঝে বিস্ফোরণ ঘটায়। সিরিয়ায় ক্রমশ মাটি হারাচ্ছে আইসিস। মনে করা হচ্ছে তুরস্কে হামলার মধ্যে দিয়ে ফের নিজেদের অস্তিত্ব জাহিরের চেষ্টা করল আইএস জঙ্গিরা। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার জঙ্গি হানার শিকার হয়েছে তুরস্ক। জুনে ইস্তানবুল বিমানবন্দরে জঙ্গি হানায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়।

.