২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু, মৃত্যুপুরী ইতালি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে গোটা বিশ্বে

শুক্রবার ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৬২৭ জন মানুষ।

Updated By: Mar 22, 2020, 10:53 AM IST
২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু, মৃত্যুপুরী ইতালি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে গোটা বিশ্বে

নিজস্ব প্রতিবেদন— ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু। করোনাভাইরাস যেন দানব হয়ে আক্রমণ করছে ইতালিতে। মারণ ভাইরাসের প্রকোপে ইতালি এখন মৃত্যুপুরী। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪ হাজার ৮২৫ জন মানুষ। ক্রমশ ছড়াচ্ছে আতঙ্ক। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় প্রতিদিনই ইতালিতে মৃত্যুর হার বাড়ছে। আগেরদিনের থেকে শনিবার মৃত্যুর হার বেড়েছে ১৯.৬ শতাংশ। দুশ্চিন্তায় ঘুম উড়েছে প্রশাসনিক কর্তাদের।

শুক্রবার ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৬২৭ জন মানুষ। শনিবার সংখ্যাটা বেড়ে যায়। নতুন করে আরও ছয় হাজার মানুষের মধ্যে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ইতালিতে ৫৩ হাজার ৫৭৮ জন মানুষ করোনার আক্রান্ত বলে খবর মিলেছে। গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য লকডাউন চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই লকডাউন চলবে। কার্যত স্তব্ধ হয়ে রয়েছে পর্যটনের কেন্দ্র হিসাবে পরিচিত দেশ।

আরও পড়ুন—  যুদ্ধ জয়! করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনল এবার ইতালির এই শহর

ইতালির উত্তরে লোম্বার্ডি এলাকায় সব থেকে বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। ওই অঞ্চলে ২৫ হাজার ৫১৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। তিন হাজার ৯৫ জন মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। গোটা ইতালিতে এখনও পর্যন্ত ৬ হাজার ৭২ জন মানুষ সেরে উঠেছেন। দুহাজার ৮৫৭ জন মানুষ রয়েছেন আইসিইউতে। 

.