Ukraine Crisis: Lugansk-এ বিস্ফোরণ আন্তর্জাতিক তেল পাইপলাইনে, ঘনীভূত যুদ্ধের আশঙ্কা
যদিও এই ঘটনার ফলে রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার আশঙ্কা দ্বিগুণ হয়েছে
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার পূর্ব ইউক্রেনের (eastern Ukraine) একটি প্রধান বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরের মধ্য থাকা একটি আন্তর্জাতিক তেল পাইপলাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার (Russia) সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। যে ছিবিগুলি দেখানো হয়েছে তাতে রাতের আকাশে আগুনের গোলা দেখা যাচ্ছে।
রাশিয়ার আরআইএ নভোস্তি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (RIA Novosti state news agency) জানিয়েছে, রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী শহর লুগানস্কের (Lugansk) দ্রুজবা (Druzhba) পাইপলাইনে বিস্ফোরণ ঘটে।
ঘটনাটির কারণ এখনও অস্পষ্ট রয়েছে। যদিও এই ঘটনার ফলে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল আকার ধারন করেছে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতির আশঙ্কা দ্বিগুণ হয়েছে।
আরও পড়ুন: Ukraine Crisis: যুদ্ধকালীন পরিস্থিতি Ukraine-এ, ভারতের অবস্থানকে স্বাগত Russia-র
দ্রুজবা পাইপলাইন রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিস্তৃত।
সোশাল মিডিয়ায় পাওয়া ছবিতে দেখা গেছে যে একটি উজ্জ্বল কমলা রঙের আগুনের গোলা রাতের আকাশ আলোকিত করেছে।
পাইপলাইনে আঘাত হানার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে লুগানস্কে দ্বিতীয় বিস্ফোরণের খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
এই বিস্ফোরণের কারণগুলি তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে লুগানস্কের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত একটি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট জানিয়েছে যে দ্বিতীয় বিস্ফোরণটি শহরের উপকণ্ঠে একটি পেট্রোল স্টেশনে হয়েছে।
উভয় বিস্ফোরণে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।
গত দুই দিনে, বছরের শুরুর পর থেকে হওয়া বেশ কিছু রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী থেকেছে লুগানস্ক শহরের আশেপাশের অঞ্চল।