জলে নয়, রাস্তায় নৌকা! বাধল যানজট

৩৮ ফুটের একটি নৌকা সড়কে আড়াআড়ি পড়ে।

Updated By: Mar 28, 2021, 10:35 PM IST
জলে নয়, রাস্তায় নৌকা! বাধল যানজট

নিজস্ব প্রতিবেদন: কাব্যে জলে ভাসে শিলা আমরা পড়েছি। কিন্তু তাই বলে সড়কপথে নৌকা?

প্রায় তেমনই ঘটনা ঘটেছে আমেরিকার (US) ফ্লোরিডার (Florida) প্যানহ্যান্ডলে ওকালোসা কাউন্টিতে। কাউন্টির ব্যস্ততম ইন্টারস্টেট ১০ হাইওয়েতে। 

আরও পড়ুন: মেপেই দেখা যায়, কে কত Cute, মত বিজ্ঞানীদের

স্থানীয় হাইওয়ে টহলদারি (Florida Highway Patrol) দলের সদস্য লেফটেন্যান্ট জেসন কিং জানান, হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল একটি পিকআপ ট্রাক। পিকআপটিতে ছিল গোলাপি (pink boat) রঙের ৩৮ ফুট দৈর্ঘ্যর একটি নৌকা। বিপত্তি বাধে একটি ওভারপাস পার হতে গিয়ে। তুলনামূলক নিচু ওভারপাসটিতে সজোরে ধাক্কা খায় পিকআপে থাকা নৌকাটি। ধাক্কা খেয়ে নৌকাটি হাইওয়ের মাঝে আড়াআড়ি ভাবে ছিটকে পড়ে। পিকআপটি সড়কের পাশে জমিতে গিয়ে থামে।

এর ফলে ব্যস্ত সড়কে যান চলাচল সাময়িক বন্ধ (blocked traffic) হয়ে যায়। ঘণ্টাতিনেক ধরে তীব্র যানজট বাধে। ঘটনার পরদিন সকাল নাগাদ নৌকাটি রাস্তা থেকে সরানো হয়।

আরও পড়ুন: নির্জন উপকূলে তাঁবুর মধ্যে একা বিশিষ্ট আলোকচিত্রী

.