#MeToo-র বিরুদ্ধে পাল্টা আন্দোলন #HimToo, চরম বিদ্রুপের মুখে এক অসহায় মা

তাঁর এমন টুইট নিয়ে শুরু হয়েছে প্রবল হাসি-তামাশা।

Updated By: Oct 15, 2018, 06:39 PM IST
#MeToo-র বিরুদ্ধে পাল্টা আন্দোলন #HimToo, চরম বিদ্রুপের মুখে এক অসহায় মা

নিজস্ব প্রতিনিধি : #MeToo-র পাল্টা #HimToo।  

গোটা বিশ্বে দাবানলের মতো ছড়িয়েছে মি-টু আন্দোলন। একের পর এক নারী তাঁদের বিরুদ্ধে কোনও না কোনও সময় হওয়ার যৌন নির্যাতনের কথা তুলে ধরছেন। প্রায় একসঙ্গে গর্জে উঠছে মহিলামহল। আর চারপাশ থেকে ব্যাপক উত্সাহ, সমর্থনও পাচ্ছে এই আন্দোলন। এমন সময় হঠাত্ করে এক মা এই মি-টু আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলেন। যার বদলে তিনি পেলেন চরম বিদ্রুপ।

আরও পড়ুন-  আগামী মাসেই আর্জেন্টিনায় বৈঠক নরেন্দ্র মোদী ও জিনপিংয়ের

তাঁর প্রবল উদ্বেগ নিজের ছেলেকে নিয়ে। আর সেটা প্রকাশ করতেই টুইটারে মি-টু আন্দোলনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। সেই মায়ের দাবি, এই মি-টু আন্দোলন শুরু হওয়ার পর থেকে তাঁর ছেলে একজন আদর্শ তরুণ হয়েও কোন মেয়েকে নিয়ে একা ডেটিং-এ যেতে চাইছে না। সে ভয় পাচ্ছে, কোনও মেয়ে তাঁকে মিথ্যা যৌন হেনস্থার ঘটনায় ফাঁসিয়ে দিতে পারে। ব্লু স্টার নেভি মম থ্রি' নামে এই আমেরিকান মা লিখেছেন- "আমার ছেলে স্নাতক। ইউ এস ও পুরস্কার পেয়েছে। স্কুলেও সে ছিল এক নম্বর। আমার ছেলে ভদ্র। মহিলাদের যথেষ্ট সম্মান করে। কিন্তু এখন ও আর একা কোনও মেয়ের সঙ্গে বেরোতে চাইছে না। ও যেন একটা ট্রমায় রয়েছে। ফেমিনিস্টরা এখন খড়গহস্ত। এবার আমি ভোট দিচ্ছি 'হিম-টু'।" তাঁর এমন টুইট নিয়ে শুরু হয়েছে প্রবল হাসি-তামাশা।

আরও পড়ুন-  অটো চালকের অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকার লেনদেন! তলব করল গোয়েন্দা সংস্থা

মায়ের টুইট নিয়ে ইন্টারনেটে হইচই হওয়ার পর ছেলে পিটার হ্যানসনের মনে হয়েছে, ব্যাপারটা থামানো উচিত। তাই সে আসরে নেমেছে। হ্যানসন জানান, "আমি ডেটিংয়ে যেতে ভীত নই। তবে সঙ্কোচ বোধ করছি। মা আবেগপ্রবণ হয়ে বোকার মতো কাজ করেছে। তবে কিছু মানুষ মা-কে অকারণে আক্রমণ করছে। নিজের মায়ের প্রতি এমন আক্রমণ আমি মেনে নিতে পারছি না।"

.