Russia-Ukraine War: "তুমি মারা গেলে সূর্যমুখী ফুল ফুটবে", রুশ সৈন্যের মুখোমুখি ইউক্রেনিয় মহিলা

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে বহু মানুষ ওই মহিলার সমর্থনে এগিয়ে এসেছেন

Updated By: Feb 26, 2022, 01:29 PM IST
Russia-Ukraine War: "তুমি মারা গেলে সূর্যমুখী ফুল ফুটবে", রুশ সৈন্যের মুখোমুখি ইউক্রেনিয় মহিলা

নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনে (Ukraine) রাশিয়ান (Russia) আগ্রাসনের মধ্যেই, একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ইউক্রেনীয় মহিলা একজন রাশিয়ান সৈন্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। নির্ভীকভাবে তিনি ওই সৈনিককে জিজ্ঞাসা করছেন যে রাশিয়ানরা তার দেশে কী করছে।

ওই মহিলা, যিনি খেরসনের (Kherson) হেনিচেস্কের (Henychesk) বাসিন্দা। ভিডিওতে তাকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। রাশিয়া, ইউক্রেন জুড়ে ট্যাঙ্ক এবং জেট দিয়ে শহরের বিভিন্ন অংশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

টুইটারে ইউক্রেন ওয়ার্ল্ড নিউজের শেয়ার করা ভিডিও অনুসারে, ওই মহিলাটি ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমুখীর বীজ উপহার দিয়েছেন ওই সৈনিককে। তিনি এই কাজ করেছে যাতে তারা ইউক্রেনের মাটিতে মারা গেলে সেখানে ফুল ফুটতে পারে।

আরও পড়ুন: Russia-Ukraine War: ফেসবুক ব্যবহারে 'আংশিক নিষেধাজ্ঞা' জারি Russia-র

দ্য ইন্ডিপেনডেন্টের মতে, ক্লিপটিতে মহিলাটিকে ওই সৈন্যদের জিজ্ঞাসা করতে দেখা গেছে যে, "আপনি কে?"। এর উত্তরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন সৈনিক উত্তর দেয়, "আমাদের এখানে অনুশীলন রয়েছে। দয়া করে এই দিকে যান।"

ওই মহিলা জিজ্ঞেস করেন যে ওই সৈন্য রাশিয়ান কীনা। এরপরেই তিনি ওই সৈন্যকে সরাসরি প্রশ্নও করে যে সে ওই মহিলার দেশে কী করছে এবং তাদেরকে ফ্যাসিস্ট বলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে বহু মানুষ ওই মহিলার সমর্থনে এগিয়ে এসেছেন।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.