করোনা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করা ব্যক্তি মারা গেলেন করোনাতেই

একদিন নয়, একটানা করোনাভাইরাস নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে যাচ্ছিলেন ওই ব্যক্তি।

Updated By: Apr 22, 2020, 05:52 PM IST
করোনা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করা ব্যক্তি মারা গেলেন করোনাতেই

নিজস্ব প্রতিবেদন— করোনাভাইরাস নিয়ে ব্যঙ্গ করেছিলেন এই ব্যক্তি। শেষমেশ তাঁরও মৃত্যু হল করোনায় আক্রান্ত হয়েই। একেই হয়তো বলে ভাগ্যের পরিহাস। ১২ মার্চ সেই ব্যক্তি লিখেছিলেন, আমি উহান ফ্লুর চেয়ে মাকড়সাকে বেশি ভয় পাই! হ্যাঁ, এটাই সত্যি। করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের প্রতি তাঁর এই তুচ্ছ—তাচ্ছল্যের মূল্য চোকাতে হল তাঁকে। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম জন ম্যাকড্যানিয়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও শহরে থাকতেন ওই ব্যক্তি। করোনা প্রকোপে মার্কন যুক্তরাষ্ট্র জেরবার। রোজই নতুন করে আক্রান্ত হচ্ছেন কয়েকশো মানুষ।

একদিন নয়, একটানা করোনাভাইরাস নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে যাচ্ছিলেন ওই ব্যক্তি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের জন্য তিনি মেয়রের সমালোচনাও করেছিলেন। ম্যাকডানিয়েল সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে দাবি করেছিলেন, করোনাভাইরাস আসলে একটি রাজনৈতিক চাল। ম্যাকডানিয়েলের মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু অনেকে আগেই তাঁর সেই পোস্ট—এর স্ক্রিনশট তুলে রেখেছিলেন। ম্যাকডানিয়েলের মৃত্যুর পর সেগুলো পোস্ট করতে শুরু করেছেন অনেকে। ওই ব্যক্তি করোনাকে বারবার উহান ফ্লু বলে উল্লেখ করছিলেন।

আরও পড়ুন— করোনার কামড়ে বন্ধ হল জাপানের টিউলিপ উত্সব, কেটে ফেলা হল ১০ হাজার ফুল

ওহাইও রাজ্যের গভর্নর মাইক ডিওয়াইনের সমালোচনা করার পর অনেকে ম্যাকডানিয়েলের পোস্টের বিরোধিতা করেছিলেন। কিন্তু তাতে তিনি দমে যাননি। ম্যাকডানিয়েল জানিয়েছিলেন, এই উহান ফ্লু নিয়ে যে ভীত সে বাইরে বেরোবে না। কিন্তু যে ভয় পাচ্ছে না তাঁকে কেন লকডাউন করে আটকে রাখা হচ্ছে! লকডাউনকে পাগলামি বলেও কটাক্ষ করেছিলেন তিনি। এর পরই রিভারসাইড ম্যাথোডিস্ট হাসপাতালে ভর্তি হন ম্যাকড্যানিয়েল। করোনা পজিটিভ হয় তাঁর। সেখানেই গত ১৫ এপ্রিল তাঁর মৃত্যু হয়েছে। ওহাইও রাজ্যে এখনও পর্যন্ত ১২ হাজার ৫১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাড়ে ৫০০-র বেশি মানুষ মারা গিয়েছেন।

Tags:
.