ভূমিকম্পে মৃত্যু মিছিল আরও দীর্ঘ, মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল

Updated By: Oct 27, 2015, 01:51 PM IST
ভূমিকম্পে মৃত্যু মিছিল আরও দীর্ঘ, মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল

সময় যত গড়াচ্ছে, আফগানিস্তান-পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু-মিছিল বেড়েই চলেছে। ইতিমধ্যে তিনশো ছাড়িয়েছে মৃতের সংখ্যা। শুধু পাকিস্তানেই মৃত্যু হয়েছে দুশো সাইত্রিশ জনের। যার মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় ভূমিকম্পের বলি ২১৪ জন। আহতের সংখ্যা প্রায় আঠেরোশো। বহু এলাকা মাটিতে মিশে গেছে। এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। ফলে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। আফগানিস্তানে মৃতের সংখ্যা ৬৩। আহত একশোরও বেশি মানুষ।

যুদ্ধকালীন তত্‍পরতায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। তবে বাদাখাস্তানের প্রত্যন্ত এলাকা, যা ভূমিকম্পের উত্‍সস্থলের কাছাকাছি এবং তার আশেপাশের অঞ্চল তালিবান প্রভাবিত। ফলে সেখানে উদ্ধার কাজ চালানো প্রশাসনের কাছেও বড় চ্যালেঞ্জ। গতকাল রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার, এক মিনিটের কম্পনে কেঁপে ওঠে কাবুল, ইসলামাবাদ, নয়াদিল্লি।      

.