বাংলাদেশে ফের ফের ৭২ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি, লাগাতার হিংসায় মৃতের সংখ্যা ৪০ ছুঁল

বাংলাদেশে দ্বিতীয় দফার হরতাল শেষের আগেই ফের হরতাল ডাকল বিএনপি। সাধারণ নির্বাচন বাতিলের দাবিতে আবারও ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিরোধী বিএনপি সহ আঠের দলের জোট। দেশকে ধবংসের পথে নিয়ে যেতেই বিএনপি এই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনকয়েকের লাগাতার হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০।

Updated By: Dec 5, 2013, 09:42 PM IST

বাংলাদেশে দ্বিতীয় দফার হরতাল শেষের আগেই ফের হরতাল ডাকল বিএনপি। সাধারণ নির্বাচন বাতিলের দাবিতে আবারও ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিরোধী বিএনপি সহ আঠের দলের জোট। দেশকে ধবংসের পথে নিয়ে যেতেই বিএনপি এই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনকয়েকের লাগাতার হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০।

শাসক -বিরোধী দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় অচলাবস্থার কাটার আশা দেখছে না দেশের মানুষ। বাংলাদেশে একের পর এক অবরোধ ডেকে শেখ হাসিনা সরকারের উপর চাপ বাড়াতে চাইছে বিরোধী বিএনপি সহ আঠের দলের জোট। শুক্রবার দ্বিতীয় দফার হরতাল শেষের আগেই ফের হরতালের ডাক দিয়েছে খালেদা জিয়ার দল। তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।

বিএনপি র ধবংসাত্মক রাজনীতির নিন্দা করেছে আওয়ামি লিগ।

শেখ হাসিনার উপর চাপ বাড়িয়ে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিল সরকারের শরিক দল জাতীয় পার্টি নেতা মহম্মদ এরশাদ। এরশাদের ঘোষণার পর দুদিন পেরিয়ে গেলেও দলের নেতা-মন্ত্রীরা কেউ পদত্যাগ করেননি। তাঁরা পদত্যাগ করবেন না কি সরকারের শরিক থাকবেন তা নিয়েও জল্পনা দূর হয়নি বৃহস্পতিবারেও। তবে দলের সচিব এ বি এম রুহুল হাওলাদার জানিয়েছেন দলের সুপ্রিমোর সবুজ সঙ্কেত পেলেই সরে দাঁড়াবেন তারা। দলেরই কয়েকজন নেতা অবশ্য শুক্রবারেও বৈঠক করেছেন শেখ হাসিনার সঙ্গে। অবরোধ- বিক্ষোভের আগুনে এদিনও পুড়েছে বাংলাদেশে। হিংসার বলি হয়েছেন বেশ কয়েকজন।

.