Bangladesh| JMB: জেএমবি-হুজি-সহ একঝাঁক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ

Bangladesh| JMB: হাসিনা জমানায় দেশের একাধিক কট্টর সংগঠনের উপরে নিষেধাজ্ঞা জারি করে সরকার। শেখ হাসিনা জমানায় জে এমবি , হুজি , আনসারুল্লাহ বাংলাটিম , জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)-সহ একাধিক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। বছরখানেকের চেষ্টায় ওইসব সংগঠনের  প্রায় ১৮১৪ জনকে গ্রেফতার করে RAB, CTTC  

Updated By: Aug 7, 2024, 09:19 PM IST
Bangladesh| JMB: জেএমবি-হুজি-সহ একঝাঁক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকার বিহীন বাংলাদেশ। সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে বলেছে। তা এখনও গঠন হয়নি। এর মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। জেএমবি, হুজির মতো সংগঠন ভারতে কর্মকাণ্ড চালিয়েছে। সেই হুজি, জেএমবি, আনসারুল বাংলা, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, শাহদত-ই-আল হিকমা, হিজবুত তাহিরি-সহ একাধিক নিষিদ্ধ সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলি নিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। এনিয়ে অবশ্য কিছু বলতে চায়নি স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন-২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল ভারত! দ্বীপরাষ্ট্রে মাথা হেঁট হয়ে গেল গম্ভীরদের

বুধবার ওই নিষেধাজ্ঞা ওঠার পরপরই সক্রিয় হয়ে উঠেছে ওইসব সংগঠন। এদিন সকালে ছাত্র ও জনতাকে স্বাগত জানিয়েছে হিজবুত তাহরির সদস্যরা। তারা বাংলাদেশের সংসদের সমানে মানব বন্ধন করে। সকালে ঢাকার মানিকমিয়া এভিনিউতে সংগঠনের ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেন তারা। খিলাফত স্লোগানে কমলা রঙের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের সামনে হাজির হন।
শেখ হাসিনা সরকারের পতনে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

হাসিনা জমানায় দেশের একাধিক কট্টর সংগঠনের উপরে নিষেধাজ্ঞা জারি করে সরকার। শেখ হাসিনা জমানায় জে এমবি , হুজি , আনসারুল্লাহ বাংলাটিম , জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)-সহ একাধিক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। বছরখানেকের চেষ্টায় ওইসব সংগঠনের  প্রায় ১৮১৪ জনকে গ্রেফতার করে RAB, CTTC ।  ওইসব বন্দিদের আটক রাখা হয় জয়পুরহাট, ফরিদপুর, নরসিংদীর জেলে। মঙ্গলবার সেনাপ্রধানের নির্দেশের পরই তাদের ছেড়ে দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই জইশের ১২ জন, লস্কর ই তৈবার ৪ জন, হিজবুত তাওহিদের ১৫ জন, আনসারুল বাংলা টিমের ১৮ আসিফ রেজা কমান্ডো ফোর্সের ৪ জন, আল হিকমার ১২ জন, জেএমবির ২৮ জন, হুজির ২২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।    

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.