বাংলাদেশ আটকে সেই অশান্তি, হরতাল, বিক্ষোভেই, শীতেও গরম দেশের রাজনীতি

বাংলাদেশে রাজনৈতিক সঙ্কট আরও বাড়ল। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়ায় অবরোধের মেয়াদ শুক্রবার ভোর ছটা পর্যন্ত বাড়াল বিএনপপি নেতৃত্বাধীন ১৮ দলের জোট।

Updated By: Dec 10, 2013, 10:55 AM IST

বাংলাদেশে রাজনৈতিক সঙ্কট আরও বাড়ল। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়ায় অবরোধের মেয়াদ শুক্রবার ভোর ছটা পর্যন্ত বাড়াল বিএনপপি নেতৃত্বাধীন ১৮ দলের জোট।

নির্দল সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বিরোধীদের বিক্ষোভে অশান্ত বাংলাদেশ। তত্বাবোধায়ক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি বন্ধ রেখে, আলোচনায় বসার আহ্বান জানালেও, বিরোধীরা তাতে আমল দিতে নারাজ। বরং নিজেদের দাবি আদায়ে সরকারের উপর চাপ দিতে শনিবার সকাল ছটা থেকে শুরু হওয়া অবরোধের মেয়াদ মঙ্গলবার সকাল ছটার পরিবর্তে শুক্রবার সকাল ছটা পর্যন্ত বাড়াল বিরোধীরা।

সোমবার গোপন ডেরা থেকে এক ভিডিও বার্তায় অবরোধের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন বিএনপির যূগ্মমহাসচিব সালাউদ্দিন আহমেদ। শুক্রবার অর্থাত্‍ ১৩ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। অবরোধে নিহতদের শ্রদ্ধা জানাতে পনেরোই ডিসেম্বর দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিরোধী জোট।

এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ-বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে বিরোধীরা। প্রসঙ্গত, নির্বাচনের নির্ঘণ্ট প্রত্যাক্ষাণ করে গত ২৬ নভেম্বর থেকে প্রথম দফায় ৭১ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী জোট। এরপর ৩০ নভেম্বর থেকে টানা ৭২ ঘণ্টা ও পরে তা আরও ৫৯ ঘণ্টা বাড়িয়ে ৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত করা হয়। মাঝে শুক্রবারটা বাদ দিয়ে শনিবার ভোর ছটা থেকে আবারও ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয় যার মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়ান হল।

.