সরকারের রোষে বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি

Updated By: Oct 5, 2017, 07:22 PM IST
সরকারের রোষে বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক: বিচার ব্যবস্থা স্বাধিকারের সওয়াল করে হাসিনা সরকারের রোষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম হিন্দু প্রধান বিচারপতি। বৃহস্পতিবার একমাসের ছুটিতে গিয়েছেন তিনি। বিরোধীদের অভি‌যোগ, সুরেন্দ্রকুমার সিনহাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। যদিও এই অভি‌যোগ উড়িয়ে দিয়েছে  বাংলাদেশ সরকার।
 
সংবিধানের ১৬তম সংবিধান সংশোধন বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা। বাংলাদেশের আইনসভায় সম্প্রতি সংবিধান সংশোধনের বিল পাশ হয়। সংশোধনের পর বিচারপতিদের অপসারণের অধিকার পায় বাংলাদেশের জাতীয় সংসদ। সেই সংশোধনটি গ্রহণ করতে অস্বীকার করেন সিনহা। ‌তাঁকে সমর্থন করে বাংলাদেশের বিরোধী দল বিএনপি। তারা জানায়, দেশের গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। বিএনপির অভি‌যোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামি লিগ। 
 
স্বাস্থ্যের কারণে এক মাসের ছুটিতে গিয়েছেন সিনহা। সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের অভি‌যোগ, তাঁকে চাপ দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। সিনহার অনুপস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ মহম্মদ আবুদল ওয়াহাবকে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন।

আরও পড়ুন, ভারতে হামলা চালাতে 'হালাল দস্তা' নামে নতুন জঙ্গি সংগঠন খুলল পাকিস্তান

 

.