করোনা নিয়ন্ত্রণে ভুটানে ৭ দিনের জন্য লকডাউন, তবে বন্ধ হচ্ছে না অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা

থিম্পু, পারো-সহ কয়েকটি জায়গায় করোনার প্রকোপ বাড়ছে

Updated By: Dec 23, 2020, 07:49 PM IST
করোনা নিয়ন্ত্রণে ভুটানে ৭ দিনের জন্য লকডাউন, তবে বন্ধ হচ্ছে না অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: এ বার লকডাউন (Lockdown) জারি হল ভুটানে (Bhutan)। তবে তা সাতদিনের জন্য। 

হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব মাত্রা ছাড়ানোয় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল ভুটান সরকার। মঙ্গলবার থেকেই সেখানে লকডাউনের বিধিনিষেধ বলবৎ হয়েছে।

Also Read: আন্টার্কটিকাতেও কোভিড! পৃথিবীর অন্তিম প্রান্তে আক্রান্ত ৩৬

ভুটানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে,থিম্পু, পারো (Thimphu, Paro)-সহ কয়েকটি জায়গায় করোনার প্রাদুর্ভাব বাড়ছে। এর জেরে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ আন্তঃরাজ্য যাতায়াত। সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখে ভুটানের জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স প্রয়োজনে আরও কড়া নিয়ম বলবৎ করতে পারে। আপাতত বন্ধ থাকবে স্কুল, কলেজ। আগামী সাতদিন নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসনই। যদিও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা বন্ধ হচ্ছে না।

লকডাউন কি বাড়বে?

ভুটানের সরকারি বিবৃতি থেকে জানা যাচ্ছে, সংক্রমণের গতিপ্রকৃতি দেখে তবেই লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। 

প্রসঙ্গত, ভুটানে প্রথম লকডাউন ঘোষিত হয়েছিল অগস্ট মাসের প্রথম সপ্তাহে। করোনা প্রতিরোধে ভুটানের সাফল্যও ঈর্ষণীয়।

Also Read: Corona প্রতিরোধে আমাদের দু'টি ডোজই সব চেয়ে কার্যকরী: Oxford-AstraZeneca

.