বাংলাদেশে চার ঘণ্টার মধ্যে দুবার আক্রমণ প্রকাশক এবং ব্লগারদের উপর, মৃত ১, আহত ৩
বাংলাদেশে ব্লগারদের উপর হামলা থামছে না। বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ কয়েকজন ব্লগার, লেখক ও প্রকাশককে টার্গেট করে হামলা চালানো হয়েছে।
ওয়েব ডেস্ক: বাংলাদেশে ব্লগারদের উপর হামলা থামছে না। বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ কয়েকজন ব্লগার, লেখক ও প্রকাশককে টার্গেট করে হামলা চালানো হয়েছে।
শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটে চালানো একটি হামলায় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির মালিক ফয়সাল আরেফিন দীপন বলে একজন নিহত হয়েছেন।
ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। এর আগে বাংলাদেশের রাজধানী ঢাকার লালমাটিয়ায় শনিবার দুপুরের দিকে মাত্র চার ঘন্টা আগে আরও একবার ব্লগারের উপর হামলা চালান হয়। শুদ্ধস্বর নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হয় এদিন। রণদীপম বসু, তারেক রহিম, আর আহমেদুর রশীদ টুটুল বলে তিন ব্লগার আহত হয়েছেন।
তাঁদের অবস্থা বেশ গুরুতর। তাঁদের সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই হামলায় তিনজনকেই গুলি এবং কুপিয়ে খুন করার চেষ্টা হয়। তাই তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। তিনজনই গুলিবিদ্ধ হয়েছেন।
রশীদ টুটুল নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন বলে আপাতত জানা গিয়েছে।
এই ঘটনায় এখনও কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। কেউ বলছে, এতে আইএসের হাত রয়েছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে কেউ কোনও বিবৃতি দেয়নি। আনসার আল ইসলাম নামের একজন আল কায়দার সঙ্গে যুক্ত। সে দাবি করেছে, তারাই এই আক্রমণ শানিয়েছে ব্লগার এবং প্রকাশকের উপর। সে এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে।