ফের জঙ্গি হানা নাইজেরিয়ায়, শপিং মলে বিস্ফোরণ, মৃত্যু কমপক্ষে ২১

আবারও জঙ্গি হানার ঘটনা ঘটল নাইজেরিয়ায়। বুধবার দিনের ব্যস্ত সময়ে রাজধানী আবুজায় একটি শপিং মলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২১ জনের।

Updated By: Jul 16, 2014, 11:54 AM IST

আবারও জঙ্গি হানার ঘটনা ঘটল নাইজেরিয়ায়। বুধবার দিনের ব্যস্ত সময়ে রাজধানী আবুজায় একটি শপিং মলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২১ জনের। আহত হয়েছেন প্রায় সতেরোজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এদিন স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে আবুজার ব্যানেক্স শপিং প্লাজা। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ভেঙে পড়ে শপিং মল সহ আশপাশের দোকানগুলির কাচ। আহতদের উদ্ধারে ছুটে আসে পুলিস ও সেনাবাহিনী। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিস। মোটরবাইকে করে পালানোর সময় সেনার গুলিতে আরও এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে নাইজেরিয়ার সরকার। কোনও জঙ্গি সংগঠনই এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই হামলার পিছনে বোকো হারাম জঙ্গিদেরই হাত রয়েছে বলে সন্দেহ নাইজেরিয়ার পুলিসের। ২০১২ জানুয়ারি মাসে উত্তর নাইজেরিয়া ধারাবাহিক বিস্ফোরণে মারা যায় শতাধিক মানুষ। এরমধ্যে অনেক ভারতীয় ছিল। বোকো হারাম জঙ্গি সংগঠন এই হমলার দায় স্বীকার করে। তবে গতকালের জঙ্গি হামলার দায় স্বীকার এখন পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন করেনি।

.