বো ব্যারাকস ফরএভার
কলকাতায় ক্রিসমাস মানেই বো ব্যারাকস। গোটা বছর এই মহানগরের বাঙালিয়ানার মধ্যেই মিশে থাকে বো ব্যারাকসের ১৪২টি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। ক্রিসমাস এলেই যেন বো ব্যারাকস জানান দেয় তার স্বতন্ত্র অস্তিত্ব। ছোট্ট একটুকরো গলি সেজে ওঠে তার নিজস্ব সাজে।
কলকাতায় ক্রিসমাস মানেই বো ব্যারাকস। গোটা বছর এই মহানগরের বাঙালিয়ানার মধ্যেই মিশে থাকে বো ব্যারাকসের ১৪২টি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। ক্রিসমাস এলেই যেন বো ব্যারাকস জানান দেয় তার স্বতন্ত্র অস্তিত্ব। ছোট্ট একটুকরো গলি সেজে ওঠে তার নিজস্ব সাজে।
বহুবছর আগে কলকাতা ছাড়া বহু পরিবারের কাছেও ক্রিসমাস মানে ঘরে ফেরা। বিদেশের টার্কি রোস্টের মায়া ছেড়ে তারা চলে আসেন নিজেদের শহরের ছোট্ট বো ফেস্টে। বো ফেস্টে বনফায়ারের মধ্যে রিকশায় করে সান্টা এসে উপহার দিয়ে শিশুদের। ২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে বড়দিন উদযাপন। ক্রিসমাস ক্যারোল দিয়ে শুরু হয়ে ২৫ ডিসেম্বর সারা রাত চলে উদযাপন। বর্ষবরণের সন্ধেবেলা প্যারিস হলের এসএফএক্স গির্জায় বো ব্যারাকস আয়োজন করে বর্ষবরণ পার্টির।
বড়দিন উপলক্ষেই ২ মাস আগে থেকে ঘরে ঘরে শুরু হয়ে যায় ওয়াইন বানানো। চলে কেক মিক্সিং। ক্রিসমাস ইভে জিঞ্জার ওয়াইন আর প্লাম কেক ছাড়া বো ব্যারাকস যেন