লিখিত পরীক্ষা তুলেই দিচ্ছে কেম্ব্রিজ বিশ্বদ্যিালয়!
ওয়েব ডেস্ক: লিখিত পরীক্ষা তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়।
ব্রিটেনের এই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের এহেন চিন্তভাবনার পেছনে যুক্তিটা শুনলে অবাক হবেন। বিশ্ববিদ্যালয়ের যুক্তি লিখিত পরীক্ষার খাতায় ছাত্রদের হাতের লেখা পড়া যায় না। হাতে লেখার পরিবর্তে তাঁরা ল্যাপটপে উত্তর লেখার নির্দেশিকা দেওয়ার কথা ভাবছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিমত, ক্রমাগত ল্যাপটপ, আইপ্যাড নির্ভর হয়ে পড়ায় ছাত্রদের হাতের লেখা বোঝার অগম্য হয়ে পড়ছে। পড়ুয়ারা কাগজের পরিবর্তে অধ্যাপকদের লেকচারের নোট নিচ্ছেন ল্যাপটপে। পরীক্ষা ছাড়া পড়ুয়ারা এখন আর কিছুই হাতে লেখেন না বললেই চলে। ফলে আটশো বছর পুরনো হাতে লেখার পদ্ধতি এবার বাতিল করার সময় হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. সারা পিয়ারসলের মন্তব্য, একজন শিক্ষক হিসেবে আমরা ছাত্রছাত্রীদের হাতের লেখা নিয়ে বিব্রত। পরীক্ষার উত্তরপত্র পড়াই এখন অসাধ্য হয়ে উঠছে। মনে হয় ভবিষ্যতে এই হাতের লেখার বিষয়টাই একটা নস্টালজিয়ার মতো বিষয় হয়ে যাবে। তবে এনিয়ে বিশ্ববিদ্যালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
আরও পড়ুন-বাতিল নোট গুনতে কোনও যন্ত্রের সাহায্য নেওয়া হয়নি : রিজার্ভ ব্যাঙ্ক