ফের মার্কিন মুলুকে আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত, হামলার শিকার শিখ প্রৌঢ়

ফের মার্কিন যুক্তরাষ্ট্রে জাতি বিদ্বেষী হামলার শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক শিখ। বুধবার ওই হামলা হয় শিকাগো শহরে। ইন্দরজিত সিং মুক্কর নামে ওই প্রৌঢ় ব্যক্তি মার্কিন নাগরিক। বেধড়ক মারধরের পাশাপাশি হামলাকারী তাঁকে জঙ্গি, বিন লাদেন বলে গালিগালাজ করতে থাকে।

Updated By: Sep 10, 2015, 10:21 AM IST
ফের মার্কিন মুলুকে আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত, হামলার শিকার শিখ প্রৌঢ়
ছবি- শিখ ২৪.কম

ওয়েব ডেস্ক: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে জাতি বিদ্বেষী হামলার শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক শিখ। বুধবার ওই হামলা হয় শিকাগো শহরে। ইন্দরজিত সিং মুক্কর নামে ওই প্রৌঢ় ব্যক্তি মার্কিন নাগরিক। বেধড়ক মারধরের পাশাপাশি হামলাকারী তাঁকে জঙ্গি, বিন লাদেন বলে গালিগালাজ করতে থাকে।

জখম ইন্দরজিত সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মুখে ছটি সেলাই পড়েছে। গত অগাস্টেও সন্দীপ সিং নামে এক ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটে নিউ ইয়র্কে। জাতিবিদ্বেষের জেরেই এভাবে বারবার শিখদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে শিখদের সংগঠন।

.