চারদিন ধরে হাতি আটকে ডোবায়, কিন্তু তারপর...

Updated By: Sep 9, 2015, 07:23 PM IST

ওয়েব ডেস্ক: চারদিন ধরে একটা ডোবায় আটকে পড়েছিল ছোট্ট হাতিটা। চোরাবালির মত কাদায় ভরা সেই ডোবা থেকে নিজের ভারী শরীরটাকে কিছুতেই বের করে আনতে পারছিল না জিম্বাবোয়ের এক সাফারি পার্কের বাসিন্দা ছোট্ট হাতিটি। পাশ দিয়ে হেঁটে যাওয়া পর্যটকরা তার অবস্থা দেখে আঁতকে উঠতেন। হাতিটিকে উদ্ধারের জন্য ক্রেন আনা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।

এদিকে, একটার পর একটা দিন কেটে যেতে থাকে। তিন দিন যাওয়ার পর খিদে, ঘুমে ক্লান্ত হাতিটি সেই ডোবা থেকে বেরিয়ে আসার চেষ্টা ছেড়ে দেয়। কিন্তু হাতিটিকে উদ্ধারের জন্য ঝুঁকি নিয়ে লেন টেলরে নামের এক ট্যুরিস্ট গাইড ঝাঁপিয়ে পড়েন। আট ঘণ্টা চেষ্টা, কৌশলের পর সে হাতিটিকে উদ্ধার করে। ঘটনাটা এখানেই শেষ নয়। এত কষ্ট করে হাতিটিকে উদ্ধার করার পর দেখা যায় সে উঠে দাঁড়াতে পারছে না। মনের জোর, শরীরের জোর হারিয়ে সে ডোবার পাশেই শুয়ে পড়ে।

জানা গিয়েছে তৃষ্ণার্ত ছোট হাতিটি সেখানে জল খেতে গিয়েছিল। কিন্তু অল্প জল থাকা সেই ডোবায় সে আটকে পড়ে। নিজেকে সে যত ছাড়ানোর চেষ্টা করে, ততই সে আটকে যায় সেখানে।    

.