চিনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৮১, আহত ১,৮০০

চিনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮১, আহত হয়েছেন ১,৮০০ জনেরও বেশি। ধূলিসাৎ হয়ে গছে অন্তত ১২০০ বাড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারকার্য চলছে।

Updated By: Aug 4, 2014, 01:00 PM IST
চিনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৮১, আহত ১,৮০০

চিন: চিনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮১, আহত হয়েছেন ১,৮০০ জনেরও বেশি। ধূলিসাৎ হয়ে গছে অন্তত ১২০০ বাড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারকার্য চলছে।

শনিবার গভীড় রাতে ভয়াবহ ভূকম্পে ফের কেঁপে ওঠে চিন।  সংবাদ সংস্থা জিনহুয়া জানাচ্ছে, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছয় দশমিক এক। ভূকম্পের উত্স ইউনান প্রদেশের ঘনবসতিপূর্ণ লুদিয়ান কাউন্টির লংতাউশান। আমেরিকার ভূসর্বেক্ষণের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সাড়ে চারটেয়  ইউনান প্রদেশের ওয়েনপিংয়ের প্রায় এগারো কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে এই ভূকম্প।

বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গত চোদ্দ বছরে এটিকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে বর্ণনা করছে স্থানীয় সংবাদমাধ্যম। ইউনান প্রদেশ সংলগ্ন গুইঝাউ ও সিচুয়ান প্রদেশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। 

.