সেই ২০১৫ সালে Coronavirus দিয়ে জৈব অস্ত্র তৈরির পরিকল্পনা, ফাঁস চিনা নথি

চিন কেন ভাইরাসের উৎপত্তিস্থল খোঁজায় আগ্রহ দেখাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পিটার জেনিংস। 

Updated By: May 10, 2021, 09:21 AM IST
সেই ২০১৫ সালে Coronavirus দিয়ে জৈব অস্ত্র তৈরির পরিকল্পনা, ফাঁস চিনা নথি

নিজস্ব প্রতিবেদন: সালটা ২০১৫। সে বছরেই সার্স করোনাভাইরাসকে (SARS coronaviruses) নতুন যুগের জৈব অস্ত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। চিনা বিজ্ঞানী ও স্বাস্থ্য আধিকারিকদের নথি ফাঁস করে এমন দাবি করেছে উইকেন্ড অস্ট্রেলিয়া (Weekend Australian)।   

দ্য আননেচারাল অরিজিন অফ সার্স অ্যান্ড নিউ স্পিসিস অব ম্যান-মেড ভাইরাসেস অ্যাজ জেনেটিক বায়োওয়েপন (The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons) শীর্ষক নথিতে দাবি করা হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে জৈব অস্ত্রই ব্যবহৃত হবে। ওই নথি থেকে স্পষ্ট, কোভিড-১৯ অতিমারীর ৫ বছর আগেই সারস করোনাভাইরাসকে অস্ত্ররূপে তৈরি গড়ে তুলতে চেয়েছিলেন চিনা সেনাবাহিনীর বিজ্ঞানীরা।          

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেকটর পিটার জেনিংস (Peter Jennings) news.com.au-কে জানিয়েছেন,''ওই নথিকে অস্বীকার করা যায় না। তাৎপর্যপূর্ণভাবে করোনা ভাইরাসের নানা ধরনের স্ট্রেইনকে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করেছেন চিনা বিজ্ঞানীরা। ফলে সেনার কাজে ব্যবহার করতে গিয়ে এই মারণ ভাইরাস বাইরে চলে আসার সম্ভাবনাও ক্রমশ দৃঢ় হচ্ছে।'' 

চিন ভাইরাসের উৎপত্তিস্থল খোঁজায় কেন উৎসাহ দেখাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জেনিংস। তাঁর কথায়,''বাজার থেকে ভাইরাস ছড়ালে সহযোগিতা করা উচিত ছিল চিনের। অথচ তারা অনাগ্রহী।''    

ফাঁস হওয়া নথি ভুয়ো নয় বলে মত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট পটারের। দ্য অস্ট্রেলিয়ানের অনুরোধে নথিটি যাচাই করেছেন তিনি। news.com.au-কে রবার্ট জানিয়েছেন, নথিটি ভুয়ো নয়। তবে এটা কতটা গুরুতর তা অন্যদের বুঝতে হবে।       

আরও পড়ুন- এখনই বাড়তে পারে হেপাটাইটিসে প্রকোপ! জেনে নিন বাঁচার উপায়
             

.