সংঘর্ষে রাস্টেনবার্গে হত ১৮ খনি শ্রমিক

পুলিসের গুলিতে প্রাণ হারালেন ১৮ জন খনি শ্রমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গের মারিকানা অঞ্চলে। জানা গিয়েছে, নিজেদের দাবি- দাওয়া নিয়ে গত শুক্রবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেখানকার শ্রমিকরা।

Updated By: Aug 17, 2012, 03:30 PM IST

পুলিসের গুলিতে প্রাণ হারালেন ১৮ জন খনি শ্রমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গের মারিকানা অঞ্চলে। জানা গিয়েছে, নিজেদের দাবি- দাওয়া নিয়ে গত শুক্রবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেখানকার শ্রমিকরা।
সোমবার থেকে ধর্মঘটের ডাক দেয় সেদেশের দুটি শ্রমিক ইউনিয়ন, ন্যাশনাল ইউনিয়ন অফ মাইন ওয়াকার্স এবং অ্যাসোসিয়েশন অফ মানইন ওয়ার্কার্স অ্যান্ড কনস্ট্রাকশন ইউনিয়ন। বুধবার হঠাত্‍ই ধর্মঘটি দুই ইউনিয়নের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস কাঁদানে গ্যাস ছোঁড়ে। পুলিসের মুখপাত্র লিন্ডেলা মাশিগোর অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিসকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে, পুলিসও গুলি চালাতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিস আঠেরোটি দেহ উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.