বিমান বন্ধ; আটকে ইরানের হোটেলে, কেন্দ্রের কাছে উদ্ধারের কাতর আবেদন ২২ ভারতীয়র

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র কে জাহানপুর জানিয়েছেন, চিনের পর ইরান একমাত্র দেশ যে করোনাভাইরাসের সঙ্গে মরনপণ লড়াই চালাচ্ছে

Updated By: Mar 8, 2020, 07:58 PM IST
বিমান বন্ধ; আটকে ইরানের হোটেলে, কেন্দ্রের কাছে উদ্ধারের কাতর আবেদন ২২ ভারতীয়র

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের আতঙ্কে থরহরি ইরান। ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। সেই ইরান থেকে দেশে ফেরানোর কাতর আবেদন করলেন ২২ ভারতীয়। জম্মু কাশ্মীর, কেরল, তামিলনাড়ুর ওইসব লোকজন আটকে রয়েছেন বুশার হোটেলে। একটি জাহাজ কোম্পানিতে কাজ করেন তাঁরা।

আরও পড়ুন-নারীদিবসেই স্বপ্নভঙ্গ হ্যারিদের; ভারতকে দুরমুশ করে রেকর্ড পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

কেন্দ্রের কাছে তাঁদের আবেদন, বুশার হোটেলে আমরা ২২ জন আটকে রয়েছি। ইরান থেকে আমাদের উদ্ধার করুন। ফ্লাইট বাতিল হয়েছে। আমরা বেরোতে পারছি না। বন্দর আব্বাসে ভারতীয় দূতাবাসে আমরা যোগাযোগ করেছিলাম। কোনও সাহায্য পাইনি।

উল্লেখ্য, শনিবার করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। আক্রান্তের সংখ্যা ৬৫৬৬ জন। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ইরানে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬,০০০ মানুষ।

আরও পড়ুন-সন্ত্রাসপ্রেমী-শরণার্থী বিরোধী মমতা! দশদফা ‘চার্জশিট’ হাতে নিয়ে ময়দানে নামছে বিজেপি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র কে জাহানপুর জানিয়েছেন, চিনের পর ইরান একমাত্র দেশ যে করোনাভাইরাসের সঙ্গে মরনপণ লড়াই চালাচ্ছে। সবথেকে খারাপ অবস্থা তেহরানের। সেখানে ১৫৩৯ জন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

.