করোনা আতঙ্ক, চিনে অতিবেগুনী রশ্মি দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে কোটি কোটি নোট
পিপিলস ব্যাঙ্ক অব চায়নার প্রধান জানিয়েছেন, ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা নিতে পারে কারেন্সি নোট
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের আতঙ্ক চরম আকার ধারন করেছে চিনে। ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ১,৭৭৫ জনের। আক্রান্ত হয়েছেন ৭০,৫৪৮ জন। এদের অধিকাংশই হুবেই প্রদেশে।
আরও পড়ুন-আগামিকাল থেকে মাধ্যমিক, বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা
করোনা ভাইরাস যত ছড়াছে, পাল্লা দিয়ে তার সঙ্গে লড়াই চালাচ্ছে চিন। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার বেশ করেকটি শহরকে একপ্রকার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি ছলছে কড়া নজরদারি।
এরকম এক অবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে ব্যাঙ্ক নোটে। পুরনো ব্যাঙ্ক নোট সরবারহ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন পিপিলস ব্যাঙ্ক অব চায়নার প্রধান ফান উফেই। পাশাপাশি পুরনো নোটকে জীবাণুমুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন-২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে অমিত-মমতা বৈঠক
পিপিলস ব্যাঙ্ক অব চায়নার প্রধান জানিয়েছেন, ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা নিতে পারে কারেন্সি নোট। সেকথা মাথায় রেখে পুরনো নোটকে আলট্রা ভায়োলেট রশ্মি দিয়ে কিংবা তাপ দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। এরপর টানা ১৪ দিন ওইসব নোটগুলিকে ব্যাঙ্কেই রেখে দেওয়া হচ্ছে। তার পরে তা বাজারে ছাড়া হচ্ছে।