করোনা বিপর্যয়! অবসাদে আত্মঘাতী জার্মানির হেসের অর্থমন্ত্রী!

জানা গিয়েছে, শনিবার মাইনজ আর ফ্রাঙ্কফুর্টের মাঝামাঝি এলাকায় রেল লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করে স্থানীয় প্যারামেডিক্যালের একটি দল।

Edited By: সুদীপ দে | Updated By: Mar 29, 2020, 07:12 PM IST
করোনা বিপর্যয়! অবসাদে আত্মঘাতী জার্মানির হেসের অর্থমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদন: রেললাইন থেকে উদ্ধার করা হল জার্মানির হেসের অর্থমন্ত্রী থমাস শেফারের দেহ। ট্রেনের চাকার তলায় পড়ে শেফারের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার মাইনজ আর ফ্রাঙ্কফুর্টের মাঝামাঝি এলাকায় রেল লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করে স্থানীয় প্যারামেডিক্যালের একটি দল।

জার্মানির অর্থনৈতিক রাজধানী ফ্র্যাঙ্কফুর্টের হেসেতেই রয়েছে ডয়েচ ব্যাঙ্ক এবং কমার্জ ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের সদর দফতর। সূত্রের খবর, করোনা বিপর্যয়ের জেরে ইদানীং দুশ্চিন্তা ও অবসাদে ভুগছিলেন বছর চুয়ান্নর শেফার।

আরও পড়ুন: বিরল ঘটনা! করোনায় মৃত্য়ু সদ্য়জাতর, ট্রাম্পের গলায় এখনও বাণিজ্যের সুর

জার্মানিতে এ পর্যন্ত ৫৮ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে, যার মধ্যে মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। পরিস্থিতি সামান দেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে সে দেশে। প্রাথমিক তদন্তে অনুমান, এই পরিস্থিতিতে আতঙ্কে, দুশ্চিন্তা ও অবসাদেই হয়ত আত্মঘাতী হয়েছেন শেফার।

.