করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে চিন; দেশজুড়ে মৃত ৫৬, আক্রান্ত ১,৯৭৫
চিন ছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, মালয়েশিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে
নিজস্ব প্রতিবেদন: চিনে ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনা ভাইরাস। রবিবার পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৬। আক্রান্ত ১,৯৭৫ জন। চিনের উহান প্রদেশে থাকেন বেশকিছু ভারতীয় পড়ুয়া। তারাও দেশে ছাড়তে পারেছেন না।
আরও পড়ুন-পাঁচিল ডিঙিয়ে চিদম্বরমকে গ্রেফতার করা সিবিআই কর্তার হাতে রাষ্ট্রপতির পুলিস পদক
এদিকে, বিশ্বের একাধিক দেশ থেকে করোনা ভাইরাসে আক্রান্তের খবর আসছে। জাপানে ৩ জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছে বলে জানানো হয়েছে। গত ১৮ জানুয়ারি উহান থেকে জাপানে ফিরেছেন বছর তিরিশের এক মহিলা। তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।
অন্যদিকে, পাকিস্তানেও পৌঁছে গিয়েছে করোনা ভাইরাস। এমনটাই মনে করছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। করোনার লক্ষণ নিয়ে মুলতান ও লাহোরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ চিনা নাগরিক। পাকিস্তানের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের প্রধান জেনারেল আমির ইকরাম জানিয়েছেন, আক্রান্ত ওই ৪ চিনা নাগরিককে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
করোনা ভাইরাসের মোকাবিলায় শনিবার দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন প্রিন্সিপ্যাল সেক্টেটারি পি কে মিশ্র। করোনা মোকাবিলায় দেশে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রীকে জানান মিশ্র। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই দেশের অধিকাংশ বিমানবন্দরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। চিন থেকে আগত যাত্রীদের পরীক্ষা করেই বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-বালুরঘাটে প্রাতঃভ্রমণে বেড়িয়ে হঠাত্ আরএসপি রাজ্য সম্পাদকের বাড়িতে ঢুঁ দিলীপ ঘোষের
চিন ছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, মালয়েশিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শনিবার অস্ট্রেলিয়ায় প্রথম এই ধরনের রোগীর খবর পাওয়া গিয়েছে।