চিনা টিকায় আপত্তি, Sri Lanka-র প্রায় দেড় কোটি মানুষকে দেওয়া হবে ভারতে তৈরি Vaccine

 ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের(Covishield) ১ কোটি ডোজ কেনার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা

Updated By: Feb 26, 2021, 08:46 PM IST
চিনা টিকায় আপত্তি, Sri Lanka-র প্রায় দেড় কোটি মানুষকে দেওয়া হবে ভারতে তৈরি Vaccine

নিজস্ব প্রতিবেদন: দেশের ১ কোটি ৪০ লাখ মানুষকে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শ্রীলঙ্কা সরকার। চিনের Sinopharm-র করোনা টিকার পরিবর্তে দেশের ওই বিপুল সংখ্যক মানুষকে দেওয়া হবে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড।

আরও পড়ুন-'আইনশৃঙ্খলা কি রাজ্যের দায়িত্ব নয়?', ভোটের প্রচারে Mamata-কে নিশানা Rajnath Singh-র

শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র ডা রমেশ পাথরিরানা এক বিদেশি সংবাদমাধ্যমে জানিয়েছেন, চিনের Sinopharm-র তৈরি করোনা টিকা এখনও পর্যন্ত তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেনি। তাই আপাতত সেরাম ইনস্টিটিউট ও  Oxford AstraZeneca সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকার উপরেই নির্ভর করতে হচ্ছে।

ডা রমেশ পাথরিরানা বলেন, 'Sinopharm-এর কাছ থেকে তাদের ভ্যাকসিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য হাতে পেলেই এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও(WHO)চিনের ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি। ফলে আপাতত সেরাম ইনস্টিটিউটের(Serum Institute) ভ্যাকসিনের উপরেই নির্ভর করতে হচ্ছে।'

আরও পড়ুন-যদি কিছুক্ষণের জন্যও আসেন, বুদ্ধদেবকে ব্রিগেডে পেতে আকুল সিপিআইএম

উল্লেখ্য, ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের(Covishield) ১ কোটি ডোজ কেনার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। প্রসঙ্গত, শ্রীলঙ্কাই শুধু নয়, চিনের ওই ভ্যাকসিন নিয়ে আপত্তি করেছিল ব্রাজিলও। তাদের দাবি ছিল, চিনের ওই টিকা ফাইজার ও মর্ডানার ভ্যাকসিনের থেকে অনেক কম কার্যকরী। ব্রাজিল জানিয়েছিল, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মাত্র ৫০.৩৮ শতাংশ সফল চিনের ভ্যাকসিন।

.