Dead NASA Satellite: এবার স্যাটেলাইট ভেঙে পড়তে চলেছে মাথার উপর, মৃত্যুর আশঙ্কাও থাকছে...

Dead NASA Satellite: যোগাযোগ করার অসুবিধা ঘটছিল বলে ২০১৮ সালেই এই উপগ্রহটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি ১১ বছরের সোলার সাইকেল সম্পূর্ণ করে নিয়েছে। নাসার এই স্পেসক্র্যাফ্টটি খুব বিপজ্জনক নয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

Updated By: Apr 20, 2023, 05:16 PM IST
Dead NASA Satellite: এবার স্যাটেলাইট ভেঙে পড়তে চলেছে মাথার উপর, মৃত্যুর আশঙ্কাও থাকছে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রেহশি' (High Energy Solar Spectroscopic Imager) নামের একটি স্যাটেলাইট। সেটি ভেঙে পড়তে চলেছে পৃথিবীর উপর। নাসার এই স্পেসক্র্যাফ্টটি অবশ্য খুব একটা বিপজ্জনক নয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। যোগাযোগ করার অসুবিধা ঘটছিল বলে ২০১৮ সালেই এই উপগ্রহটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি ১১ বছরের সোলার সাইকেল সম্পূর্ণ করে নিয়েছে। সৌরঝড়ের কারণে 'রুভেন রামাতি হাই এনার্জি সোলার স্পেকট্রোস্কোপিক ইমেজার' (রেহশি)-র কার্যক্রম ব্যাহত হয়েছে। 

আরও পড়ুন: Yemen Stampede: ত্রাণবিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮৫, আহত ৩০০-রও বেশি...

বিজ্ঞানীরা বলছেন, বুধবার রাত থেকেই এই উপগ্রহের ঝরে পড়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার ঝরে পড়বে থাকবে এই উপগ্রহের অংশ। বলা হচ্ছে, প্রায় ৬০০ পাউন্ড ওজনের এক-একটি টুকরো। এতে মানুষের মারা পড়ার চান্স ভীষণই কম-- প্রায় ২৫০০ বারে ১ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে!

আরও পড়ুন: Solar Storm: বিপর্যয়! বৃহস্পতিবার বিশ্ব জুড়ে বিচ্ছিন্ন হতে চলেছে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ?

অবসর নিয়ে নেওয়া স্যাটেলাইট এটিই প্রথম নয়। এর আগেও জানুয়ারি মাসে নাসার একটি স্যাটেলাইটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। 'রেহশি'-র কাজ ছিল সোলার ফ্লেয়ার এবং তার করোনার মাস ইজেকশনের দিকে খেয়াল রাখা। কী ভাবে সূর্যের ভিতরে এত বিপুল শক্তির বিস্ফোরণ সম্ভব, কোথা থেকে তা আসছে-- এ নিয়ে বহু দিন ধরেই বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল রয়েছে। তাই এই সংক্রান্ত তথ্য সরবরাহ করাই ছিল 'রেহশি'-র প্রাথমিক কাজ।

মহাকাশ একটা বিপুল বিশাল স্পেস। তা নিত্য নানা অজানা জিনিস তুলে ধরে। অনেক জিনিসই মানুষ বুঝতে পারে না। যন্ত্রপাতির মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করে। কত জিনিস চলে যায় বিস্মৃতিতে। তারই মধ্যে কিছু কিছু জিনিস বিজ্ঞান ধরতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.