বাঙালি কিশোরী জঙ্গির মৃত্যু

আইএসআইএস-এ যোগদানকারী বাঙালী কিশোরী খাদিজা সুলতানার বিমানহানায় মৃত্যু হল। বাংলাদেশী এই কিশোরী আসলে বাবা মায়ের সঙ্গে থাকত ব্রিটেনে।

Updated By: Aug 13, 2016, 05:02 PM IST
বাঙালি কিশোরী জঙ্গির মৃত্যু

ওয়েব ডেস্ক: আইএসআইএস-এ যোগদানকারী বাঙালী কিশোরী খাদিজা সুলতানার বিমানহানায় মৃত্যু হল। বাংলাদেশী এই কিশোরী আসলে বাবা মায়ের সঙ্গে থাকত ব্রিটেনে।

১৬ বছর বয়সী খাদিজা গত বছর ১৭ই ফেব্রুযারি পারবারিক গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে বিমানের টিকিট কেটে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেয় ISIS-এ যোগ দেওয়ার জন্য। তার সঙ্গে ছিল আরও দুই কিশোরী- শামিমা বেগম ও আমিরা আবদা।

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান সরকার বিরোধী স্লোগান

খাদিজা সুতানার পরিবারের তরফে তার বোন হালিমা খানম জানিয়েছেন যে, আইএসে যোগ দেওয়ার পর, খাদিজা রাকা থেকে পালিয়ে বাড়ি ফিরে আসতে চায়। আর তার কিছুদিন পরই পরিবার জানতে পারে যে বিমান হামলায় মৃত্যু হয়েছে খাদিজা সুলতানার।

আরও পড়ুন- ককপিটে বসে 'বিমানের স্টিয়ারিং' ছেড়ে তরুণী ধরলেন ক্যামেরা!

 

.