পেট্রোল পাম্পে মোবাইলের ব্যবহার বিপজ্জনক-ব্যবহারের ফল...( দেখুন ভিডিও)
Updated By: Nov 3, 2015, 02:51 PM IST
ওয়েব ডেস্ক: পেট্রোল পাম্পে গিয়েছিলেন তেল নিতে। পেট্রোল পাম্পে মোবাইল ফোন ব্যবহার করা বড়ই বিপজ্জনক। ব্যাপরটা কারোরই অজানা নয়। বাইক আরোহী ভদ্রলোক খুব ব্যস্ত মানুষ। তাই ওসব সতর্কীকরণের তোয়াক্কা না করে পকেট থেকে মোবাইল বের করলেন। এদিকে পেট্রোল পাম্পের কর্মী তেল ঢালতে লাগলেন। তারপর আর কী লেগে গেল আগুন। বাইক পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম। পেট্রোল পাম্পেও আগুন ছড়িয়ে রড়ার আশঙ্কা। শেষ অবধি অবশ্য বাইকের ছাড়া আর বড় কোনও ক্ষতি হয়নি। ভাগ্যিস... তাই এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আর কোনওদিন মোবাইল ফোনটা পেট্রোল পাম্পে ব্যবহার করবেন না।