Afghanistan:Kabul-এ US রকেট হানায় ক্ষুব্ধ Taliban,'অযাচিত পদক্ষেপ' মত জেহাদিদের

ক্ষোভ প্রকাশ তালিবান মুখপাত্রের। 

Updated By: Aug 30, 2021, 04:42 PM IST
Afghanistan:Kabul-এ US রকেট হানায় ক্ষুব্ধ Taliban,'অযাচিত পদক্ষেপ' মত জেহাদিদের
প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: কাবুলে ইসলামিক স্টেটের (IS) ফিদায়েঁ জঙ্গির উপর মার্কিন রকেট হানায় ক্ষুব্ধ তালিবান (Taliban)। কার্যত মার্কির কার্যকলাপের নিন্দা করতে শোনা গেল তালিব মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদকে (Zabihullah Mujahid)। মার্কিন রকেট হানাকে 'বিধিবহির্ভূত বা অযাচিত পদক্ষেপ' বলে তোপ দাগল জঙ্গিদের মুখপাত্র।

সম্প্রতি চিনা সংবাদমাধ্যম CGTN-এ একটি সাক্ষাৎকার দেয় জাবিহুল্লা মুজাহিদ (Zabihullah Mujahid)। কেন তাদের না জানিয়ে রকেট হামলা করল আমেরিকা? সেখানে এই প্রশ্ন তোলে জঙ্গি মুখপাত্র। জানায়, "আফগানিস্তানের উপর যদি কোনও আতঙ্ক বিরাজ করে, তা আমাদের জানান উচিত। বিধিবহির্ভূত বা অযাচিত পদক্ষেপ কোনও সমাধান নয়। যা থেকে সাধারণ মানুষের ক্ষতি হয়।" রবিবার দুপুরে কাবুল বিমানবন্দরের কাছে খাওয়াজা বুগরা (Khawaja Bughra) অঞ্চলের রকেট হানা করে আমেরিকা। বিস্ফোরণের জেরে এক শিশু-সহ ছ'জন মারা গিয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। 

আরও পড়ুন: Afghanistan: চোখ বেঁধে অত্যাচার, প্রভাবশালী আফগান মৌলবীকে গ্রেফতার তালিবানের

আরও পড়ুন: Afghanistan: কোথায় তাদের 'সুপ্রিম লিডার' Haibatullah Akhundzada? জানাল Taliban

এরপর সোমবার সকালেও কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পর পর রকেট হানা হয়। তবে বিমানবন্দরের এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দেয় সেই বিস্ফোরণ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কাবুলের আকাশে বেশ কয়েকটি রকেটের আওয়াজ শোনা গিয়েছে। 

.