Drone attack: এবার Saudi-র বিমানবন্দরে ড্রোন হামলা, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা

হামলার পিছনে Shiite Houthi উগ্রবাদীরা রয়েছে বলেই মনে করা হচ্ছে। 

Updated By: Aug 31, 2021, 06:59 PM IST
  Drone attack: এবার Saudi-র বিমানবন্দরে ড্রোন হামলা, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: সৌদি আরবের আবা বিমানবন্দরে (Abha airport) ড্রোন হামলা। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় হামলা। সূত্রের খবর, হামলায় ৮ জন হতাহত হয়েছেন। ধ্বংস হয়েছে বহু বিমান।

এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এই হামলার পিছনে Shiite Houthi উগ্রবাদীরা রয়েছে বলেই মনে করা হচ্ছে। এর আগে ইয়েমেনের দক্ষিণে একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। যাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয় বলে খবর।

আরও পড়ুন: Chris Donahue: অজান্তেই ইতিহাস সৃষ্টি করে ফেললেন যে মার্কিন সেনা!

আরও পড়ুন: Afghanistan: 'বশ্যতা মানো, নইলে নিশ্চিত মৃত্যু', বাড়ির দরজায় Taliban-এর হুমকি

২০১৫ সাল থেকে ইয়েমেনের Shiite Houthi উগ্রবাদীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট।     

.