ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মৃত ৭ আহত কয়েকশো

সুনামির (tsunami) কোনও সতর্কতা জারি হয়নি।

Updated By: Jan 15, 2021, 12:22 PM IST
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মৃত ৭ আহত কয়েকশো

নিজস্ব প্রতিবেদন: ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ইন্দোনেশিয়ায়। এখনও পর্যন্ত মৃত্যু ৭, আহত অসংখ্য।

শুক্রবার ভোরের দিকে ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে (Indonesia's Sulawesi island) এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.২। কম্পনের উৎসস্থল ম্যাজিন শহরের (Majene city)উত্তর-পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত  দেশের আবহাওয়াবিদেরা ( Meteorology, Climatology and Geophysics Agency) সুনামির (tsunami) কোনও সতর্কতা জারি করেননি।

একটি হাসপাতাল ভেঙে পড়েছে। রোগী ও স্বাস্থ্যকর্মীরা মাটির নীচে চাপা পড়েছেন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে ম্যাজিনে (Majene city)৪ জন এবং মামুজু (Mamuju)-তে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৭০০ মানুষ। মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।

Also Read: উহানে পৌঁছল হু-র বিশেষ প্রতিনিধিদল

.