মৃদু ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়াল মেক্সিকোতে। গতকাল এক মিনিটের বেশি সময় ধরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। প্রশান্ত মহাসাগরের উপকূলে পিনোতেপা নেসিওনালে ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

Updated By: Mar 21, 2012, 11:31 AM IST

ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়াল মেক্সিকোতে। গতকাল এক মিনিটের বেশি সময় ধরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। প্রশান্ত মহাসাগরের উপকূলে পিনোতেপা নেসিওনালে ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। কম্পনের জেরে প্রায় ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের উত্সস্থল ছিল গুয়েরেরোয়। তার কাছে ওমেটেপেকে সবচেয়ে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ফুটব্রিজ ভেঙে পড়েছে। পুরোপুরি তুবড়ে গিয়েছে ফুটব্রিজের নীচে থাকা একটি গাড়ি। মেক্সিকোর প্রতিবেশী শহর ওয়াক্সাকাতে ৭০টি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গির্জায় ফাটল দেখা দিয়েছে। আহত হয়েছেন, বেশ কিছু মানুষ।

.