সরকারি মতে ইবোলায় মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়ে গেল

ইবোলায় মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যা ২০ হাজারেরও বেশি। উদ্বেগজনক এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। রাষ্ট্রসঙ্ঘের এই স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে-গুয়েনা, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

Updated By: Dec 23, 2014, 08:30 AM IST
সরকারি মতে ইবোলায় মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়ে গেল

ওয়েব ডেস্ক: ইবোলায় মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যা ২০ হাজারেরও বেশি। উদ্বেগজনক এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। রাষ্ট্রসঙ্ঘের এই স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে-গুয়েনা, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এছাড়া মালিতে ৬, মার্কিন যুক্তরাষ্ট্রে এক এবং নাইজেরিয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে ইবোলা সংক্রমণে। এবছরই অক্টোবরে নাইজেরিয়াকে ইবোলা-মুক্ত ঘোষণা করা হয়েছিল। স্পেন এবং সেনেগালেও একজন করে ইবোলা আক্রান্তের খোঁজ মিলেছে। তবে সেখানে এখনও মৃত্যু হয়নি কারও। এমুহুর্তে সবচেয়ে ভয়াবহ দশা সিয়েরা লিওনের। আক্রান্তের সংখ্যায় লাইবেরিয়াকেও পিছনে ফেলে দিয়েছে এই দেশ। শুধুমাত্র এখানেই ইবোলায় মৃত্যু হয়েছে আড়াই হাজার মানুষের।  

.