খোলামেলা পোশাক পরে মহিলাদের ভোটদানে নিষিদ্ধ করল মিশর
ভোটদানের অধিকার রয়েছে। তবে ইচ্ছামত পোশাক পরে ভোট দিতে গেলেই শুনতে হবে আপনার ভোটদানের অধিকার নেই। এমনই নিদান জারি করল মিশরের নির্বাচন কমিশন। নির্দেশে পরিষ্কার বলা হয়েছে খোলামেলা পোশাক ইংরেজিতে যাকে বলে 'revealing attire' পরে গেলে সরি নো ভোট।
ওয়েব ডেস্ক: ভোটদানের অধিকার রয়েছে। তবে ইচ্ছামত পোশাক পরে ভোট দিতে গেলেই শুনতে হবে আপনার ভোটদানের অধিকার নেই। এমনই নিদান জারি করল মিশরের নির্বাচন কমিশন। নির্দেশে পরিষ্কার বলা হয়েছে খোলামেলা পোশাক ইংরেজিতে যাকে বলে 'revealing attire' পরে গেলে সরি নো ভোট।
তবে খোলামেলা পোশাকের সংজ্ঞাটা ঠিক বলা নেই। শুধু বলা হয়েছে গণতন্ত্রের উত্সবে কোনও মহিলা খোলামেলা পোশাকে কোন মহিলা যদি পোলিং বুথে ঢোকে সেটা আসলে গণতন্ত্রের অবমাননা।
মিশরেসেনাশাসনের অবসানের দাবিতে পথে মেনেছিলেন মহিলারা। বহু মহিলা মিছিল করে ছিলেন কায়রোর রাজপথে।