Bangladesh: হাসিনা দেশ ছেড়েছেন অনেকদিন হল, দেশে সাধারণ নির্বাচন কবে, জানিয়ে দিলেন ইউনূস

Bangladesh: কী কারণে বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলো রূপার কাছে তুলে ধরেন মহম্মদ ইউনূস

Updated By: Jan 4, 2025, 11:17 PM IST
Bangladesh: হাসিনা দেশ ছেড়েছেন অনেকদিন হল, দেশে সাধারণ নির্বাচন কবে, জানিয়ে দিলেন ইউনূস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে কবে সাধারণ নির্বাচন হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এনিয়ে ক্রমশ চাপ বাড়ছে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার ও মহম্মদ ইউনূসের উপরে। তবে শনিবার ব্রিটিশ সাংসদ রূপা হকের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে একটা ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন-ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল নার্স মেয়ে, হস্টেলে খোঁজে গিয়ে বাবা পেলেন পচাগলা দেহ

শনিবার ব্রিটিশ সাংসদ রূপা হকের সঙ্গে এক বৈঠকে মহম্মদ ইউনূস বলেন, দেশের পরবর্তী সাধারণ নির্বাচন হতে পারে এবছর ডিসেম্বরে বা ২০২৬ সালের মাঝামাঝি কোনও এক সময়ে। আগের তিনটি ভোটে জনগণ ভোট দিতে পারেননি। সেখানে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার। গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, তাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল।

কী কারণে বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলো রূপার কাছে তুলে ধরেন মহম্মদ ইউনূস।

রূপা হক আগামী সাধারণ নির্বাচনের তারিখ, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দেখে সত্যিই আমি উৎসাহিত।’ আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ওই সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.