উত্সবের মেজাজে শীত মাখছে ইউরোপ
শীতে কাবু জার্মানি, ইতালি-সহ গোটা ইউরোপ। প্রবল তুষারপাত ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। শীতের মারণ কামড় উপেক্ষা করেই উত্সবে মেতেছে ইতালিবাসী। ইতালির ভেনিস শহরে শনিবার থেকে শুরু হয়েছে `উইন্টার কার্নিভাল`।
শীতে কাবু জার্মানি, ইতালি-সহ গোটা ইউরোপ। প্রবল তুষারপাত ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। শীতের মারণ কামড় উপেক্ষা করেই উত্সবে মেতেছে ইতালিবাসী। ইতালির ভেনিস শহরে শনিবার থেকে শুরু হয়েছে `উইন্টার কার্নিভাল`। এই কার্নিভালের পোশাকী নাম `দ্য ফ্লাইট অফ দ্য অ্যাঞ্জেল`। ইস্টারের আগে টানা ৪০ দিন ধরে চলবে এই উত্সব। হাড়কাঁপানো শীতেও ভেনিসের `উইন্টার কার্নিভাল`-এ হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন বিভিন্ন প্রান্তের মানুষ।
ভেনিসের উত্সব দেখতে যাওয়া ইলিনা নামে এক পর্যটক জানালেন, সকালে ঘুম থেকে উঠেই বরফ দেখে তিনি উচ্ছ্বসিত। উত্সবে মাতোয়ারা জার্মানবাসীও। প্রবল ঠান্ডায় জার্মানির শহর হ্যামবার্গে শুরু হয়েছে উইন্টার কার্নিভাল। প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়েছে হ্যামবার্গ শহরের উপকণ্ঠে অ্যালস্টার হ্রদ। আর এই জমা হ্রদকে ঘিরেই উত্সবের চেহারা নিয়েছে হ্যামবার্গ।