বিজ্ঞানের ইতিহাসে নয়া অধ্যায়: ধূমকেতুর বুকে মানুষের তৈরি রোবট যান ফিলে
মানুষের সভ্যতা এবার পৌছে গেল ধূমকেতুতেও। এই প্রথম কোনও ধূমকেতুতে নামল রোবট-যান। বুধবার মহাকাশযান রোসেটা থেকে ধূমকেতু সিক্সটি সেভেন-পির পিঠে নামে ছোট্ট রোবট যান ফিলে। কিন্তু অ্যাঙ্কারিং সিস্টেমে সমস্যার দরুণ পৃথিবী ও সৌরজগতের জন্ম নিয়ে গবেষণার যে পরিকল্পনা ছিল তা ব্যাহত হয়েছে।
বার্লিন: মানুষের সভ্যতা এবার পৌছে গেল ধূমকেতুতেও। এই প্রথম কোনও ধূমকেতুতে নামল রোবট-যান। বুধবার মহাকাশযান রোসেটা থেকে ধূমকেতু সিক্সটি সেভেন-পির পিঠে নামে ছোট্ট রোবট যান ফিলে। কিন্তু অ্যাঙ্কারিং সিস্টেমে সমস্যার দরুণ পৃথিবী ও সৌরজগতের জন্ম নিয়ে গবেষণার যে পরিকল্পনা ছিল তা ব্যাহত হয়েছে।
এই ধূমকেতুতে রোবট অবতরণের লক্ষ্যেই ২০০৪ সালে মহাকাশ যান রোসেটার
উত্ক্ষেপণ করেছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি। দশবছর ধরে তা ধাওয়া করার পর অবশেষে সেই অসাধ্য সাধন হল। এই ঘটনাকে মানব সভ্যতার এক বিরাট পদক্ষেপ বলে বর্ণনা করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহা নির্দেশক জাঁ-জ্যাক ডোরিয়েন।
মানুষের বিজ্ঞান সাধনার এই অসাধারণ মুহূর্তটি আজ গুগলের ডুডলেও। আজ ডুডলিং 'ফিলে'-ময়।