ভালো করে ঘুমোনোর জন্য অতিরিক্ত বেতন দিচ্ছে কোম্পানি!

যুক্তরাষ্ট্রের বীমা জায়ান্ট এইটনা মনে করে কর্মচারীরা আগের রাতে কেমন ঘুমোচ্ছে, তার ওপর তাদের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে।

Updated By: Jul 1, 2016, 10:52 AM IST
ভালো করে ঘুমোনোর জন্য অতিরিক্ত বেতন দিচ্ছে কোম্পানি!

ওয়েব ডেস্ক: যুক্তরাষ্ট্রের বীমা জায়ান্ট এইটনা মনে করে কর্মচারীরা আগের রাতে কেমন ঘুমোচ্ছে, তার ওপর তাদের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে।
সেই কারণে, ভালো ঘুমের শর্তে বাড়তি বোনাস দিচ্ছে এই কোম্পানি। প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমোনোর শর্তে বছরে একজন কর্মীকে ৩০০ ডলার পর্যন্ত দেওয়া হচ্ছে। প্রতিশ্রুতি-মত আদৌ তাঁরা ঘুমোচ্ছেন কিনা, তার প্রমাণে কর্মচারীরা ঘুমের সময় কব্জির সঙ্গে একটি মনিটর বেঁধে রাখেন। ওই মনিটরের সঙ্গে সংযোগ থাকে অফিস কম্পিউটারের।

আরও পড়ুন নিষেধাজ্ঞা না মানায় জুতো চিবোতে বাধ্য হলেন যুবক!(ভাইরাল ভিডিও)

অনেক সময় কর্মচারীদের মুখের কথাও বিশ্বাস করে কোম্পানি। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কে মুনি বলেন, 'এই বিষয়ে আমরা চিন্তিত নই, আমরা কর্মচারীদের বিশ্বাস করি।'
২০০৯ সালে এইটনা ঘুমের এই স্কিম চালু করে। ২০০৪ সাল নাগাদ পঁচিশ হাজার কর্মচারীর দশ হাজারই এতে যোগ দেয়। গত বছর অর্থাৎ ২০১৫ সালেই যোগ দিয়েছেন ১২০০ কর্মচারী। শুধু ঘুম নয়, শরীরচর্চা করলেও কর্মচারীদের বাড়তি পয়সা দেওয়া হয়। বেশ কিছু সাম্প্রতিক গবেষণায় বলছে, আগের রাতে ঘুমের ওপর পরের দিনের কাজের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে। ২০১১ সালে আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিনের এক গবেষণায় বলা হয় - যুক্তরাষ্ট্রে ভালো ঘুমের অভাবে বছরে কর্মচারী প্রতি গড়ে ১১.৩ কর্মদিন নষ্ট হয়। টাকার হিসাবে এই ক্ষতি ২২৮০ ডলার। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মোট ক্ষতি হয় বছরে ৬৩০০ কোটি ডলারেরও বেশি! এইসব বিবেচনা করেই এই বীমা কোম্পানি অভিনব এই স্কিম চালু করেছে।

আরও পড়ুন  চিনা রকেট মহাকাশ থেকে ফিরে এল পৃথিবীতে

.