ফেসবুকের সদর দফতরে আমন্ত্রিত টেকস্যাভি নরেন্দ্র মোদী

সেলফিতে স্বচ্ছন্দ। ফেসবুক, টুইটারে প্রায়ই হাজির হন। টেকস্যাভি নরেন্দ্র মোদী এবার আমন্ত্রিত ফেসবুকের সদর দফতরে। চলতি মাসেই দ্বিতীয়বারের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ওই সফরে সাতাশে সেপ্টেম্বর সিলিকন ভ্যালির মেনলো পার্কে ফেসবুকের সদর দফতরে যাবেন তিনি। সংস্থার কর্ণধার মার্ক জুকেরবার্গ নিজেই ফেসবুকে পোস্ট করে একথা জানিয়েছেন। মোদী নিজেও টুইট করে তাঁর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকের সদর দফতরে একটি প্রশ্নোত্তরপর্বে অংশ নেবেন মোদী। আর্থ-সামাজিক চ্যালেঞ্জের মোকাবিলায় বিভিন্ন দেশের মানুষ কীভাবে একযোগে কাজ করতে পারে, তা নিয়ে মোদী আর জুকেরবার্গের মধ্যে আলোচনা হবে। আমেরিকা সফরে গিয়ে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলের গুগলপ্লেক্স ক্যাম্পাসেও যেতে পারেন মোদী। 

Updated By: Sep 14, 2015, 11:47 AM IST
ফেসবুকের সদর দফতরে আমন্ত্রিত টেকস্যাভি নরেন্দ্র মোদী

ব্যুরো: সেলফিতে স্বচ্ছন্দ। ফেসবুক, টুইটারে প্রায়ই হাজির হন। টেকস্যাভি নরেন্দ্র মোদী এবার আমন্ত্রিত ফেসবুকের সদর দফতরে। চলতি মাসেই দ্বিতীয়বারের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ওই সফরে সাতাশে সেপ্টেম্বর সিলিকন ভ্যালির মেনলো পার্কে ফেসবুকের সদর দফতরে যাবেন তিনি। সংস্থার কর্ণধার মার্ক জুকেরবার্গ নিজেই ফেসবুকে পোস্ট করে একথা জানিয়েছেন। মোদী নিজেও টুইট করে তাঁর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকের সদর দফতরে একটি প্রশ্নোত্তরপর্বে অংশ নেবেন মোদী। আর্থ-সামাজিক চ্যালেঞ্জের মোকাবিলায় বিভিন্ন দেশের মানুষ কীভাবে একযোগে কাজ করতে পারে, তা নিয়ে মোদী আর জুকেরবার্গের মধ্যে আলোচনা হবে। আমেরিকা সফরে গিয়ে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলের গুগলপ্লেক্স ক্যাম্পাসেও যেতে পারেন মোদী। 

.