করোনা আক্রান্ত হয়ে বন্দি ছিলেন আইসোলেশন, সুস্থ হয়ে উঠলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী

ব্রিটেন থেকে ফিরে আসার পরে ১২ মার্চ করোনা ভাইরাস ধরা পড়ে তাঁর। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলেন জাস্টিন টুডোর স্ত্রী

Updated By: Mar 29, 2020, 10:52 PM IST
করোনা আক্রান্ত হয়ে বন্দি ছিলেন আইসোলেশন, সুস্থ হয়ে উঠলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: সুস্থ হয়ে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।

আরও পড়ুন-রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনার সংক্রমণ মিলল আরও এক প্রবীনের দেহে

তিনি তার ফেসবুক পেজে লিখেছেন,"এখন আমি অনেক ভালো বোধ করছি এবং আমার চিকিৎসক এবং অটোয়া জনস্বাস্থ্যের কাছ থেকে সমস্ত পরিষেবা পেয়েছি।"

তিনি আরও বলেছেন, "আমার হৃদয় থেকে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমার সুস্থতা কামনা করেছিলেন।"

ব্রিটেন থেকে ফিরে আসার পরে ১২ মার্চ করোনা ভাইরাস ধরা পড়ে তাঁর। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলেন জাস্টিন টুডোর স্ত্রী। ওই দিন থেকই স্ত্রীর থেকে আলাদা থাকতে শুরু করেন ট্রুডো।

আরও পড়ুন-Live: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০০ ছাপিয়ে গেল, মৃত ২৭, রাজ্যে আক্রান্ত ২০

শনিবার শুরুর দিকে ট্রুডো সাংবাদিকদের বলেছিলেন, ১৪ দিনের আইসোলেশন শেষ হয়ে গিয়েছে এবার তাঁর বাসভবনে পরিবারের সাথে থাকার কথা ভাবছেন তিনি। ট্রুডো বলেন, "আমরা বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই করে চলেছি। এরকম সংক্রমণ হলে আমাদের প্রত্যেকের অবশ্যই ঘরে বসে থাকার চেষ্টা করা উচিত। একেবারে প্রয়োজনীয় না হলে বাইরে যাওয়ার দরকার নেই।"

.