কৃষ্ণাঙ্গ কিশোরের হত্যাকে কেন্দ্র করে পুলিস-প্রতিবাদী সংঘর্ষে উত্তাল আমেরিকার ফার্গুসন
পুলিস ও প্রতিবাদীদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির ফার্গুসন। সপ্তাহখানেক আগে ফার্গুসনে পুলিসের গুলিতে প্রাণ হারায় কৃষ্ণাজ্ঞ এক কিশোর। তার মৃত্যুকে কেন্দ্র করে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। দাবি ওঠে আততায়ী পুলিসের পরিচয় প্রকাশ করার। পুলিসের দাবি ওই কৃষ্ণাঙ্গ কিশোর, মিশেল ব্রাউন একটি দোকানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কারণেই তার উপর গুলি চালিয়েছিল পুলিস।
ওয়েব ডেস্ক: পুলিস ও প্রতিবাদীদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির ফার্গুসন। সপ্তাহখানেক আগে ফার্গুসনে পুলিসের গুলিতে প্রাণ হারায় কৃষ্ণাজ্ঞ এক কিশোর। তার মৃত্যুকে কেন্দ্র করে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। দাবি ওঠে আততায়ী পুলিসের পরিচয় প্রকাশ করার। পুলিসের দাবি ওই কৃষ্ণাঙ্গ কিশোর, মিশেল ব্রাউন একটি দোকানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কারণেই তার উপর গুলি চালিয়েছিল পুলিস।
মিশেল ব্রাউনের হত্যাকে কেন্দ্র করে খেপে ওঠেন ওই অঞ্চলের কৃষ্ণাঙ্গ বাসিন্দারা। অভিযোগ ওঠে বর্ণ বিদ্বেষের। গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদ চালান তাঁরা। গতকাল আততায়ী পুলিস অফিসারের পরিচয় প্রকাশ হওয়ার পর তার শাস্তির দাবিতে উন্মত্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ।
গতকাল প্রতিবাদীদের আটকাতে রাওট গিয়ার পড়ে রাস্তায় নামে পুলিস। অভিযোগ প্রতিবাদীরা বাজারের সামনে দাঁড়িয়ে বাজারফিরতি সাধারণ মানুষকে লুঠ করছিলেন।
খবরে প্রকাশ মধ্যরাত পর্যন্ত প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও হঠাৎ করেই তারা খেপে ওঠে। ব্রাউনের বিরুদ্ধে যে দোকানটি ডাকাতির অভিযোগ উঠেছিল সেই দোকানটির উপর হামলা চালায় উন্মত্ত জনতা। অভিযোগ ঘটনাস্থলে পুলিস উপস্থিত হলে তাদের উপর পাথর ছোড়ে প্রতিবাদী জনতা।