ধ্বস্ত সারকোজি, ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সোশ্যালিস্টরা
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন সোশ্যালিস্ট প্রার্থী ফসোঁয়া ওলোন্দ। এর ফলে প্রায় দুদশক পরে ফ্রান্সের ক্ষমতায় আসতে চলেছে ফ্রেঞ্চ সোশ্যালিস্ট পার্টি। বাহান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হয়ছেন ওলোন্দ। আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন সারকোজি।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন সোশ্যালিস্ট প্রার্থী ফসোঁয়া ওলোন্দ। এর ফলে প্রায় দুদশক পরে ফ্রান্সের ক্ষমতায় আসতে চলেছে ফ্রেঞ্চ সোশ্যালিস্ট পার্টি। বাহান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হয়ছেন ওলোন্দ। আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন সারকোজি। নির্বাচনের ফল ঘোষণার পর ভাবী প্রেসিডেন্ট প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ফ্রান্সের জনগণ বদল চেয়েছেন বলেই এই জয়।
পরাজয় স্বীকার করে ফসোঁয়া ওলোন্দকে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। দেশের অর্থনীতি এবং বেকার সমস্যাই সারকোজির জয়ের পথে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে অনুমান। নির্বাচনে পরাজিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছিলেন সারকোজি। এখন তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।